কোন কারণে উডবার্নে ঠাঁই হল না কেষ্টর? যা জানালেন SSKM-র চিকিৎসকরা …

বাংলাহান্ট ডেস্ক : বেশ বিপদে পড়লেন কেষ্ট। ভেবেছিলেন আগের বারের মতোই SSKM-এ একবার ঢুকে পড়তে পারলেই মুক্তি। কিন্তু, এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ঠাঁই হল না অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। নিজাম প্যালেসে সিবিআই-এর তলবকে বুড়ো আঙুল দেখিয়ে হাসপাতালে পৌঁছে গেলেও, চিকিৎসকদের পরামর্শে খালি হাতেই ফিরতে হচ্ছে বীরভূম জেলা তৃণমূলের (TMC) সভাপতিকে।

এখনই তাঁকে ভর্তির কোনও প্রয়োজন নেই বলে পরিস্কার জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু এবার কী কর্তব্য অবুব্রতর? গরুপাচার মামলায় (Cattle/Cow Smuggling Case) সোমবারই তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলেছে সিবিআই। তাহলে কি নিজাম প্যালেসে যাবেন অনুব্রত (Anubrata Mandal)? কিন্তু প্রশ্ন হলো এসএসকেএম কেন ভর্তি নিলো না বীরভূমের এই নেতাকে?

জানা যাচ্ছে, আজ সোমবার অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করেন এসএসকেএম-এর সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক। মেডিসিন বিভাগের চিকিৎসক সৌমিত্র ঘোষ, সার্জারি বিভাগের চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, কার্ডিও বিভাগের চিকিৎসক সরোজ মণ্ডল, চেস্ট বিভাগের চিকিৎসক সোমনাথ কুণ্ডু, ইউরোলজি বিভাগের চিকিৎসক দিলীপ পাল, এন্ডোক্রিনোলজি বিভাগের চিকিৎসক শুভঙ্কর চৌধুরি এবং ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসক রাজেশ প্রামাণিক, সেই টিমের সদস্য ছিলেন।

সার্জারি এবং ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন, অনুব্রতর অণ্ডকোষে যে সংক্রমণ হয়েছিল, তা  অ্যান্টিবায়োটিক দিয়েই সারিয়ে তোলা সম্ভব। এর জন্য সেজন্য ভর্তি হওয়ার কোনও দরকার নেই। জানা যাচ্ছে, এর আগে বীরভূম জেলা তৃণমূল সভাপতির দুটো অণ্ডকোষেই পুঁজ জমেছিল। যা নিয়ে বেশ সমস্যায় পড়েছিলেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, অনুব্রতর হৃদযন্ত্রেরও একটু সমস্যা রয়েছে। তবে তা ওষুধ দিয়েই নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা। নতুন করে তাঁর শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। তাই ভর্তির প্রয়োজন নেই তাঁর। কেষ্টর ফুসফুসে স্প্যাজম রয়েছে, কিন্তু সেটা দীর্ঘদিনের। ওষুধের ডোজ বদলে তাঁর শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই ভর্তি না করার পরামর্শ দিয়েছেন চেস্ট ফিজিশিয়ানরাও।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর