বাংলাহান্ট ডেস্ক: চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh), বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন দাপুটে অভিনেত্রী। বড়পর্দা হোক বা ছোটপর্দা, তাঁর অভিনয়ের ভক্ত রয়েছে সব মাধ্যমেই। এখন ‘গৌরী এলো’ সিরিয়ালে অত্যন্ত কুটিল খলনায়িকা ‘শৈল মা’ এর চরিত্রে অভিনয় করছেন চান্দ্রেয়ী। তবে প্রতিভার দিক দিয়ে তাঁর মা-ও কিন্তু কম যান না। বরং বলা যায়, মেয়েকে টেক্কাই দিয়ে দিয়েছেন তিনি।
পূর্ণিমা ঘোষ (Purnima Ghosh), নৃত্যজগতে অত্যন্ত জনপ্রিয় এবং সম্মানীয় নাম। মাত্র ৬ বছর বয়স থেকে নিজের বাবার কাছে নাচ শেখা শুরু করেন তিনি। মূলত মণিপুরী ডান্স ফর্মের জন্য তিনি জনপ্রিয় হলেও ভরতনাট্যম কত্থক, ওড়িশি নাচেও একই রকম পারদর্শী প্রবীণ নৃত্যশিল্পী। অভিনেত্রী চান্দ্রেয়ীর মা হলেও তিনি স্বনামধন্য।
শনিবার জি বাংলার ডান্স বাংলা ডান্স শোতে এসেছিলেন নৃত্যশিল্পী পূর্ণিমা ঘোষ। সকলকে অবাক করে দিয়ে তিনি জানান, তাঁর বয়স এখন ৮১। এই বয়সে সাধারণত মানুষ বাধ্যর্কের জালে জর্জরিত হয়ে পড়ে। সেখানে তাঁর গ্ল্যামার রীতিমতো ঈর্ষনীয়। আর ফিটনেসের দিক দিয়ে তরুণ তরুণীদেরও দশ গোল দিতে পারেন তিনি।
এখনো নিয়মিত ছাত্রছাত্রীদের নাচ শেখান তিনি। নাচই তাঁর জগৎ সংসার। ডান্স বাংলা ডান্সেও নাতনির বয়সে পুঁচকে এক প্রতিযোগীর সঙ্গে পারফর্ম করেন নৃত্যশিল্পী পূর্ণিমা ঘোষ। তাঁর নাচ দেখে মুগ্ধ হয়ে সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েন শুভশ্রী, শ্রাবন্তী, পূজা বন্দ্যোপাধ্যায়রা।
কথায় বলে, মেয়েরা কুড়িতেই বুড়ি। কিন্তু পূর্ণিমা ঘোষের মতো মানুষরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, বয়সটা কোনো বাধাই নয়। ৮১ তেও এত ফিট থাকেন কী করে তিনি? অঙ্কুশের কৌতূহলী প্রশ্নে নৃত্যশিল্পী জানান, তিনি খুবই নিয়ম মেনে চলেন। রাতে সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন।
সকালে গরম জলে লেবু দিয়ে, আমন্ড খেয়ে দিন শুরু করেন তিনি। সঙ্গে প্রাণায়াম তো রয়েছেই। শ্রাবন্তী দর্শকদের উদ্দেশে জানান, নৃত্যশিল্পী পূর্ণিমা ঘোষ আসলে চান্দ্রেয়ীর মা। তখন তিনি বলেন, তিনি এখানে আসছেন শুনে মেয়েও নাকি খুব খুশি হয়েছেন।