যেন ডানা কাটা পরী! রূপে-লাস্যে দিদাকেও টেক্কা দেবেন ডিম্পল কাপাডিয়ার নাতনি

বাংলাহান্ট ডেস্ক: আশির দশকেও যে নায়িকারা নিষেধের আগল ভেঙে চরম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তাদের মধ্যে একটা নাম না করলেই নয়। ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia)। ‘ববি’ ছবিতে তরুণী ডিম্পলকে দেখে প্রেমে পড়েননি এমন পুরুষের সংখ্যা হাতে গোণা। বয়সের সঙ্গে সঙ্গে অভিনয় দক্ষতা আরো ক্ষুরধার হয়েছে তাঁর। সৌন্দর্যেও এখনো অনেক তরুণী নায়িকাদের টক্কর দিতে পারেন ডিম্পল। কিন্তু নিজের নাতনি নাওমিকার (Naomika Saran) কাছেই হেরে বসে রয়েছেন প্রবীণ অভিনেত্রী।

ডিম্পল এবং রাজেশ খান্নার ছোট মেয়ে রিঙ্কি খান্নার মেয়ে নাওমিকা সরন। সবে মাত্র ১৮ বছরে পা দিয়েছেন তিনি। কিন্তু এখন থেকেই সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন নাওমিকা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। ব্যক্তিগত জীবনের টুকরো টুকরো মুহূর্ত কোলাজের আকারে তুলে ধরেন তিনি।

naomika saran

ট্র্যাডিশনাল থেকে ওয়েস্টার্ন সব রকমের পোশাকই বেশ সুন্দর করে ক্যারি করতে পারেন তিনি। তুতো ভাই আরভের সঙ্গে ছবি শেয়ার করার পাশাপাশি বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টির হুল্লোড়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন নাওমিকা। চলতি বছরের শুরুতেই গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন তিনি। বিশেষ দিনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নাওমিকা। একটি ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে দিদা ডিম্পলকেও।

নাওমিকার সৌন্দর্য দেখে মুগ্ধ নেটনাগরিকরা। অনেকেই লিখেছেন, তাঁর বলিউডে পা রাখা উচিত। অন্য তারকা সন্তানদের তুলনায় নাওমিকা অনেক বেশি রূপসী বলেও মন্তব্য করেছেন কয়েকজন। যদিও তাঁর আগামীর পরিকল্পনা কী তা অবশ্য জানা যায়নি। দিদার মতো তিনিও বলিউডে পা রাখবেন, নাকি বেছে নেবেন অন্য কোনো পেশা তা এখনো স্পষ্ট নয়।

naomika

প্রসঙ্গত, ২০০৪ সালে জন্ম নাওমিকার। মা রিঙ্কি খান্নাও একসময়ে অভিনয় জগতেরই বাসিন্দা ছিলেন। কিন্তু বেশিদিন বলিউডে টিকতে পারেননি তিনি। নাওমিকা অবশ্য ইতিমধ্যেই ইউটিউবে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি তিনি কত্থক নাচও শিখেছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর