বলিউডে থেকেও প্রচারের আড়ালে, রূপ-লাস‍্যে দিদি দিব‍্যা ভারতীকেও টেক্কা দেবেন বোন কায়নাত!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকাই আছে যাদের মধ‍্যে লতায় পাতায় সম্পর্ক রয়েছে। একই পরিবারের একাধিক সদস‍্য হয়তো ইন্ডাস্ট্রিতে রয়েছেন, অথচ অনেকেই তাদের পারিবারিক সম্পর্কের কথা জানে না। এমনি সম্পর্ক রয়েছে দিব‍্যা ভারতী (Divya Bharti) ও কায়নাত অরোরার (Kainaat Arora) মধ‍্যে। দুজনেই অভিনেত্রী হলেও জনপ্রিয়তায় দিব‍্যার ধারেকাছেও পৌঁছাতে পারেননি কায়নাত।

দিব‍্যা ভারতীকে চেনেন না, এমন সিনেপ্রেমী মানুষ খুঁজে পাওয়া বেশ দুষ্কর। নব্বইয়ের দশকে নামটা ঝড় তুলেছিল বলিউডে। রূপে গুণে সবদিক দিয়েই তিনি ছিলেন অনন‍্যা। মাত্র তিন বছরেই ইন্ডাস্ট্রির অন‍্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হয়ে উঠেছিলেন দিব‍্যা। প্রথম সারির অভিনেতাদের সঙ্গে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন। কিন্তু যেমন ঝড়ের গতিতে এসেছিলেন, তেমনি হঠাৎ করেই একদিন ‘নেই’ হয়ে গেলেন দিব‍্যা ভারতী।


কিন্তু তাঁর যে একজন তুতো বোনও এই বলিউডেই রয়েছেন তা অনেকেই জানে না। ইনিই হলেন কায়নাত অরোরা। তবে অভিনয়ে খুব একটা সাফল‍্য অর্জন করতে পারেননি তিনি। কায়নাতকে চেনেনও খুব কম মানুষ। তবে সৌন্দর্য এবং লাস‍্যে দিব‍্যা ভারতীর থেকে কিছু কম যান না তিনি।

১৯৮২ র ডিসেম্বরে দিল্লিতে জন্ম কায়নাতের। তিনি চারু অরোরা নামেও বেশ পরিচিত। তাঁর প্রাথমিক শিক্ষা দেরাদুনে। পরে দিল্লির ন‍্যাশনাল ইনস্টিটিউট অফ ফ‍্যাশন টেকনোলজি থেকে স্নাতক পাশ করেন কায়নাত। ২০১০ এ বলিউডে পা রাখেন তিনি। অক্ষয় কুমারের ‘খট্টা মিঠা’ ছবিতেই প্রথম বার দেখা গিয়েছিল তাঁকে। তবে শুধু একটি গানে নেচেছিলেন কায়নাত।


এরপর ২০১৩ সালে ‘গ্র‍্যান্ড মস্তি’ ছবির হাত ধরে অভিনয়ে ডেবিউ করেন কায়নাত। বলিউড ছাড়াও তামিল ও পঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন তিনি। এর মধ‍্যে মনকথা ও সিক্রেট নামে দুটি ছবিও আছে। পাশাপাশি বেশ কিছু নামী ব্র‍্যান্ডের হয়ে মডেলিংও করতে দেখা গিয়েছে কায়নাতকে।

সম্পর্কিত খবর

X