বাংলা হান্ট ডেস্ক : দেশ তথা বিশ্বের অন্যতম কঠিন একটি পরীক্ষা হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commision) সিভিল সার্ভিসেস। প্রতি বছর দেশের লক্ষ লক্ষ ছেলে মেয়ে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। যদিও সফল হয় হয়ত কিছু মানুষই। কিন্তু দক্ষিণ ভারতে এমন একজন অভিনেত্রী আছেন যিনি অভিনয় ছেড়ে আজ একজন IAS অফিসার।
অনেকেই হয়ত আইএএস অফিসার এইচএস কীরথানার (HS Keerthana) নাম আগেও শুনেছেন। তবে অনেকেই হয়ত জানেননা যে, আমলা হওয়ার আগে এই অভিনেত্রী ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলেন। কন্নড় ছবিতে কাজও করেছেন তিনি। কেরিয়ারের প্রথমার্ধে প্রায় ৩২ টি চলচ্চিত্র এবং ৪৮ টি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন।
জেনে অবাক হবেন যে, এই গুণী মানুষটি তার দক্ষ অভিনয়ের জন্য অনেক রাজ্য এবং জাতীয় পুরস্কার জিতেছিলেন। গোম্বে, গঙ্গা-যমুনা, মুদিনা আলিয়া, উপেন্দ্র, এ, কানুর হেগাদাতি, সার্কেল ইন্সপেক্টর, ও মাল্লিগে, লেডি কমিশনার, হাব্বা, ডোরে, সিংহদ্রি, জননী, চিগুরু এবং বিভিন্ন ডেলি সোপের অংশ ছিলেন আজকের আইএএস অফিসার কীরথানা।
আরও পড়ুন : ‘স্যার, আপনার নেতৃত্বেই ভারত…’, নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বিশেষ পোস্ট শাহরুখের
যদিও তার এই সমস্ত কাজই শিশু বেলায়। শিশু শিল্পী হিসাবে ডক্টর বিষ্ণুবর্ধন, অম্বরীশ, শিবরাজকুমার, রমেশ অরবিন্দ, শশীকুমার, দেবরাজ, মালাশ্রী, শ্রুতি মত বড় বড় কন্নড় শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে পরবর্তীতে তার বাবা চেয়েছিলেন অভিনয় ছেড়ে মেয়ে যাতে পড়াশোনায় মনোনিবেশ করেন। সেইমত ২০১৩ সালে কীরথানা তার প্রথম UPSC CSE পরীক্ষা দিয়েছিলেন। তবে সেবার সফলতার স্বাদ তিনি পাননি।
আরও পড়ুন : মাথাভর্তি সিঁদুর হাতে শাঁখা পলা, দেবের স্ত্রী রূপে অপরূপা সৌমিতৃষা! ‘প্রধান’ ছবির লুক দেখে মুগ্ধ ভক্তরা
এরপর আবার তিনি ২০২০ সালে পরীক্ষায় বসেন। এবং সেবার সর্বভারতীয় ১৬৭ তম স্থান অর্জন করেন। এরপর তিনি কর্ণাটকের মান্ডা জেলায় সহকারী কমিশনারের পদে যোগ দেন। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০১১ সালে কর্ণাটক অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (KAS) পরীক্ষাও পাশ করেছিলেন কীরথানা। দুই বছর কেএএস অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। এরপরেই সিভিল সার্ভেন্ট হওয়ার ইচ্ছা জাগে এবং সেই ইচ্ছাও পূরণ করে ফেলেন।