অভিযোগ এলেই কড়া অ্যাকশন! মমতা সরব হতেই বিরাট বার্তা নবান্নর

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (WB Assembly Elections)। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে পড়েছে। শুরু হয়ে গিয়েছে আক্রমণ, পাল্টা আক্রমণের ধারা। এই আবহে সম্প্রতি ভুয়ো ভোটার নিয়ে বড় অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দাবি করেন, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে অনলাইন ভোটার তালিকার নামে কারসাজি করা হচ্ছে। এরপরেই নড়েচড়ে বসল নবান্ন (Government of West Bengal)।

মুখ্যমন্ত্রীর অভিযোগের পরেই ‘অ্যাকশনে’ নবান্ন (Government of West Bengal)!

শনিবার সকল জেলার জেলাশাসক ও বেশ কিছু দফতরের সচিবদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানেই ভূতুড়ে ভোটার তালিকা সংশোধন করতে নির্দেশ দেওয়া হয়। এই সংশোধনের কাজে জেলাশাসকদের বাড়তি নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর।

নবান্নের (Government of West Bengal) নির্দেশ, আবেদন জমা পড়ার পর তা খুঁটিয়ে যাচাই করতে হবে। কোনও নির্দিষ্ট এলাকায় অস্বাভাবিক সংখ্যক ভোটার কার্ডের আবেদন জমা পড়লে, সেগুলি ফের যাচাই করতে হবে। সেই সঙ্গেই সরকারি কর্মীদের উদ্দেশেও কড়া বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ আবাস যোজনা নিয়ে রাজ্যের নয়া আপডেট

ভুয়ো ভোটার তালিকা তৈরির কাজে যদি কোনও সরকারি কর্মী (Government Employees) জড়িত থাকার অভিযোগ আসে, তাহলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ কিংবা দরকার হলে আইনি পদক্ষেপ গ্রহণের সতর্কতা দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে এমনই বেশ কিছু কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

Nabanna Government of West Bengal

সূত্র মারফৎ জানা যাচ্ছে, ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় ভূতুড়ে ভোটার তালিকা (Voter List) সামনে আসার অভিযোগ উঠেছে। কিছুদিন আগেই যেমন বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ঘটনার শোরগোল পড়ে যায়। সংশ্লিষ্ট পঞ্চায়েতের ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে চোখে পড়ে অবাক কাণ্ড!

জানা যাচ্ছে, গত লোকসভা নির্বাচনের সময়েও এই পঞ্চায়েতে ভোটার সংখ্যা ছিল সাড়ে ১৮ হাজার থেকে ১৯,০০০ মতো। সেটাই এখন বেড়ে গিয়ে ২২,৪০০ হয়ে গিয়েছে। এত কম সময়ের মধ্যে এত সংখ্যক ভোটার কীভাবে বাড়ল? ভোটার তালিকা স্ক্রুটিনির তথ্য প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে যায়।

এই আবহে এবার এই নিয়ে নবান্নে বৈঠক ডাকা হয়েছিল (Government of West Bengal)। সেখানে ভূতুড়ে ভোটার তালিকা সংশোধন করতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গেই জেলাশাসক এবং সরকারি কর্মীদের উদ্দেশেও বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর