পিকের কংগ্রেস ঘনিষ্ঠতার ফলে চিন্তায় তৃণমূল! মেঘালয়ের বুকে কি তবে কংগ্রেস-তৃণমূল জোট?

2024 সালের লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, বিজেপি বিরোধী দলগুলি ততই নিজেদের দলের ভিতরে ঘুটি সাজাতে ব্যস্ত হয়ে উঠছে। রাজ্যে বিধানসভা ভোটে বিপুল সংখ্যক ভোটে জয়লাভের পর তৃণমূল দল যেমন একাধিক রাজ্য জয়ের জন্য আসরে নেমেছে ঠিক তেমন ভাবেই, কেন্দ্রে বিজেপি সরকারের প্রধান বিরোধী দল কংগ্রেস নিজেদের অবস্থান দৃঢ় ও সুপ্রতিষ্ঠিত করার জন্য সম্পূর্ণ শক্তি নিয়ে ঝাপানোর পরিকল্পনা করে চলেছে। সম্প্রতি একাধিক রাজ্যে বিপুল মাত্রায় পরাজয়ের পর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ভোট কুশলী প্রশান্ত কিশোরকে দলে যুক্ত করার প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছে। আর এই খবর সামনে আসতেই মেঘালয় তৃণমূল নেতৃত্বের মাথায় চিন্তার কালো মেঘ দেখা দিয়েছে।

বর্তমানে মেঘালয়ের বুকে তৃণমূল দলের হয়ে প্রচার সহ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে প্রশান্ত কিশোরের আইপ্যাক টিম। তবে সম্প্রতি কংগ্রেস দলে প্রশান্ত কিশোরের যোগদানের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার মাঝে চিন্তা বেড়েছে তৃণমূল নেতৃত্বের। অতীতে প্রশান্ত কিশোরের প্ল্যানেই কংগ্রেস দল ছেড়ে 11 জন বিধায়ক তৃণমূল দলে যোগদান করেন। কিন্তু কংগ্রেসে যোগদান করার পর প্রশান্ত কিশোর যদি আগত সকল নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচার চালান, তবে মেঘালয়ের বুকে ভবিষ্যতে রাজনৈতিক অঙ্ক কি হতে চলেছে, তা ভেবে সন্দিহান সকলে।

এ বিষয়ে এদিন মেঘালয় তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পিংরোপ জানান, “একই সময় কংগ্রেস ও তৃণমূল দুই দলের জন্য কাজ করতে পারবেন না প্রশান্ত কিশোর। আমাদেরকে জেতানোর জন্য বর্তমানে দায়িত্ব পালন করছেন তিনি। কিন্তু এরপর কি হবে?” তবে তাঁর কথাতে এদিন স্পষ্ট হয় যে, মেঘালয়ের ভোটে বিজেপি ও এনপিপির জোটকে হারানোর জন্য যদি কংগ্রেসের সঙ্গে জোট করতে হয়, তবে সেই বিষয়ে বিশেষ আপত্তি নেই তৃণমূল দলের। এক্ষেত্রে রাজ্য সভাপতি জানান, “এখানে তৃণমূল এবং কংগ্রেস দুই দল ভবিষ্যতে একসাথে কাজ করবে কিনা, সে বিষয়ে আমাদের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়ে জানাবে।”

“বর্তমানে মেঘালয়ে কংগ্রেস ক্ষমতায় না থাকলেও তারা একটি সর্বভারতীয় দল এবং আমরা চাই বিজেপি বিরোধী সকল দলই একসঙ্গে জোট বেঁধে কাজ করুক।”, বলেন চার্লস। প্রসঙ্গত, তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় অতীতে সকল দলকে একসঙ্গে থাকার আহ্বান জানান এবং বর্তমানে সোনিয়া গান্ধীও একই পথ অবলম্বন করে চলেছেন। ফলে মেঘালয়ের রাজনীতিতে ভবিষ্যতে তৃণমূল-কংগ্রেস জোট দেখা যায় কিনা, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।


Sayan Das

সম্পর্কিত খবর