বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ঐতিহাসিক বিধানসভা নির্বাচন মিটেছে কয়েক মাস আগেই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিপুল জনসমর্থন নিয়ে ফের একবার ক্ষমতায় ফিরেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। বিজেপির (BJP) দুশো আসনের স্বপ্ন শুধু যে মারাত্মক ধাক্কা খেয়েছে তাই নয়, প্রায় প্রশান্ত কিশোরের (Prashant Kishor) কথা মতোই একশোর নিচেই আটকে গিয়েছে তারা। অন্যদিকে তৃণমূলের (TMC) আসন সংখ্যা গতবারের তুলনাতেও বেশি।
নির্বাচনের আগে থেকেই নানান বিশ্লেষক মন্তব্য করছিলেন, একুশের এই বিধানসভা নির্বাচনে বড় হয়ে দাঁড়াতে পারে মহিলাদের ভূমিকা। আসুন একবার দেখে নেওয়া যাক এই অনুমান কতটা সত্যি ছিল। এ বিষয়ে কি বলছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বাংলায় যত সংখ্যক ভোটার ভোট দিয়েছেন তার মধ্যে পুরুষের সংখ্যা মোট পুরুষ ভোটারের প্রায় ৮১.৪%। অন্যদিকে মোট মহিলা ভোটারদের মধ্যে ভোট দান করেছেন ৮১.৭% মহিলা।
সংখ্যার হিসেবে দেখতে গেলে অবশ্য কিছুটা এগিয়ে পুরুষরা। ৩ কোটি ৭০ লক্ষ পুরুষ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন তিন কোটি। অন্যদিকে সাড়ে তিন কোটি মহিলার মধ্যে ভোট দান করেছেন ২ কোটি ৯০ লক্ষ মহিলা। তবে শতাংশের ভিত্তিতে মহিলারা যে এগিয়ে তা বলাই বাহুল্য। এবার আসা যাক জয়ী প্রার্থীদের শতাংশের হিসেবে। বিজয়ী দল তৃণমূল কংগ্রেসে মহিলা প্রার্থীর সংখ্যা ছিল যথেষ্ট বেশি অন্যদিকে বিজেপিতেও ছিলেন বেশ কিছু নামী মহিলা প্রার্থী। একই কথা খাটে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ জোটের ক্ষেত্রেও।
ব্যালট বক্স যা বলছে, তাতে দেখা যাচ্ছে বাংলার নির্বাচনে মহিলা প্রার্থীরা জয়লাভ করেছেন ১৬.৭ শতাংশ। অন্যদিকে ১৩.৪ শতাংশ পুরুষ প্রার্থী জয়ী হয়েছেন। তাই একথা মানতেই হবে এবারের নির্বাচনে মহিলাদের প্রাধান্য ছিল যথেষ্ট বেশি। অন্তত বাংলার ক্ষমতা দখলে পুরুষদের তুলনায় তারা অনেকটাই এগিয়ে।