পিরিয়ডের সময় মহিলাদের সবেতন ছুটির আর্জিতে ‘না’, প্রধান বিচারপতি বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ মহিলাদের ঋতুকালীন সময়ে সবেতন ছুটির (Menstrual Leave) আর্জিতে সায় দিল না সর্বোচ্চ আদালত। মাসে অন্তত দু’দিন ঋতুমতি মহিলা কর্মীদের সবেতন ছুটি দেওয়া হোক। এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে সেই মামলা উঠলে আবেদনে সায় দিল না শীর্ষ আদালত।

ঋতুকালীন ছুটি (Menstrual Leave) নিয়ে কি জানাল সুপ্রিম কোর্ট?

এদিন প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, এই বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত কেন্দ্র ও রাজ্যগুলির সরকারকেই নিতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি সিদ্ধান্ত নেওয়ার জন্য জানিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির বক্তব্য, ‘আমরা এই দাবির বিরোধী নই। তবে আদালতের রায়ের উল্টো ফলও হতে পারে।’

প্রধান বিচারপতির মন্তব্য, প্রতি মাসে দু তিন দিন সবেতন ছুটি (Menstrual Leave) দেওয়ার জন্য আদালত নির্দেশ জারি করলে এমনটাও হতে পারে যে বেসরকারি উদ্যোক্তারা মহিলাদের নিয়োগে অনীহা দেখাচ্ছেন। তাতে মহিলারা আরও সমস্যায় পড়তে পারেন। তাই এই বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া উচিৎ বলেই উপযুক্ত মনে হচ্ছে।

প্রধান বিচারপতির মন্তব্য, ‘এই ধরনের ছুটি বাধ্যতামূলক করার মানে মহিলাদের কর্মশক্তি থেকে দূরে রাখা৷ আমরা তা চাই না৷ আমরা নারীদের সুরক্ষার জন্য চেষ্টা করি”। তিনি আরও বলেন, “এটি আসলে একটি সরকারী নীতির দিক। আদালতের দেখার বিষয় নয়।”

সুপ্রিম কোর্টের বক্তব্য, ‘‘এই বিষয়ে কেন্দ্রীয় মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রক এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভারতীর দ্বারস্থ হতে পারেন আবেদনকারীকে। আমরা তাকে অনুমতি দিচ্ছি। যাতে ভাবনাচিন্তা করে সচিব নীতি নির্ধারণ করেন সেই অনুরোধ জানাচ্ছি। এই বিষয়ের সঙ্গে জড়িত সমস্ত পক্ষের মতামত নেওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হোক। কোনও নীতি নির্ধারণ করা গেলে সেই বিষয়ও গুরুত্ব সহকারে বিবেচনা করা হোক। এক্ষেত্রে কোনও রাজ্য কিছু পদক্ষেপ করলে সুপ্রিম কোর্ট তাতে বাধা হবে না বলেও জানিয়েছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।’

supreme court

আরও পড়ুন: ‘তিন মাসের মধ্যে করতে হবে, সব টাকাও দেবে রাজ্যই..,’ এবার ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, বর্তমানে বিহারে রাজ্য সরকারের মহিলা কর্মচারীরা তাদের মাসিকের সময় দু’দিন সবেতন ছুটি (Menstrual Leave) পেয়ে থাকেন। ১৯৯২ সালে লালুপ্রসাদ যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীনই মহিলাদের কথা মাথায় রেখে এই নিয়ম চালু করেন। ওদিকে সম্প্রতি কেরলের পিনারাই বিজয়ন সরকার মহিলা কর্মীদের জন্য মাসে তিন দিন সবেতন ছুটির ব্যবস্থা করেছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর