বাংলাহান্ট ডেস্কঃ চলে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) ‘রক্ষাকারী বর্ম’। তবে এই বর্ম গায়ে চাপানো না গেলেও, এতে জমিয়ে নিশ্চিন্তে বসতে পারবেন প্রধানমন্ত্রী মোদী। হায়দরাবাদ হাউসের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এই গাড়ি। ঝকঝকে কালো, জানলায় কালো কাচ, চার চাকার লিমুজিনই হল প্রধানমন্ত্রীর নতুন ‘গার্ড’।
মার্সিডিজ সংস্থার এই গাড়ির পুরো নাম মার্সিডিজ-মে ব্যাচ এস ৬৫০ গার্ড। এস সিরিজের সাম্প্রতিকতম মডেল হল এই গাড়ি। সাধারণত এই গাড়ি রাষ্ট্রপ্রধানরা ব্যবহার করার কারণে, এই গাড়ির দরও খুব বেশি। যাত্রী-নিরাপত্তাও খুব আধুনিক মানের। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর জন্য এই গাড়ি দুটি কেনা হয়েছে। সম্ভবত একটিতে থাকবেন প্রধানমন্ত্রী, এবং অন্যটি হামলাকারীদের বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হবে।
গার্ড-র কিছু বিশেষত্ব জেনে নিন-
১২ কোটি টাকার এই গাড়িতে ইঞ্জিন ৬.০ লিটার টুইন টার্বো ভি ১২, যা ৫০০ হর্সপওয়ার এবং ৯০০ নিউটন মিটার শক্তি উৎপাদন করতে সক্ষম। গুলি মোকাবিলা করতে সক্ষম এস ৬৫০ গার্ড। বুলেট, একে -৪৭-এর গুলিকেও আটকে দিতে সক্ষম এই গাড়ি। দুমিটার দূরত্ব থেকে যদি কেউ ১৫ কেজির বিস্ফোরকও ফাটায়, তাহলেও সেই বিস্ফোরণের কোন প্রভাব পড়বে না গাড়ির উপর। পলি কার্বোনেটের আস্তরণ রয়েছে জানলার মধ্যে। বাঁচিয়ে দেবে গ্যাস হামলা থেকেও। গাড়ির গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার।
রয়েছে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য এয়ারব্যাগ সুরক্ষা। সঙ্গে সিট বেল্টও রয়েছে এয়ারব্যাগ। চালকের উল্টোদিকের আয়নায় ব্লাইন্ড স্পট থেকেও যদি কোনও গাড়ি হামলা করতে চায়, তাও আগে থেকেই বোঝা যাবে। পাংচার করা যাবে না গাড়ির টায়ার। কারণ নিরেট বা ফ্ল্যাট টায়ার দিয়ে তৈরি এই গাড়ি। জানা গিয়েছে, স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপের অনুরোধেই এমন গাড়ি কিনেছেন প্রধানমন্ত্রী মোদী।