বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন কয়েক দিন আগে ভারত অধিনায়ক বিরাট কোহলির সমালোচনা করেন। কোহলির সমালোচনা করে তিনি বলেন কোহলির থেকে অনেক ভালো ব্যাটসম্যান কেন উইলিয়ামসন কিন্তু বাধ্য হয়ে কোহলিকেই আমাদের সেরা ব্যাটসম্যান বলতে হয়। কোহলিকে বিশ্বের সেরা ব্যাটসম্যান না বললে নেট মাধ্যমে লাইক পাওয়া যায়না। তারপর থেকে ভনের এই মন্তব্য নিয়ে তুমুল সমালোচনা হয় নেট মাধ্যমে।
এবার মাইকেল ভন এর এই মন্তব্যের সমালোচনা করলেন প্রাক্তন পাকিস্তানি তারকা সলমন বাট। মাইকেল ভনের কথায় কোন গুরুত্ব দিতেই রাজি নন সলমন বাট। তিনি বলেন, “কোহলির সঙ্গে অন্য কোন ব্যাটসম্যানের তুলনায় চলে না। ওর আন্তর্জাতিক ক্রিকেটে 70 টি সেঞ্চুরি রয়েছে বর্তমান প্রজন্মের অন্য কোন ব্যাটসম্যানের এই কৃতিত্ব নেই। এছাড়াও কোহলি ব্যাট হাতে কতটা সফল তা আইসিসির ক্রম তালিকা দেখলেই বোঝা যায়। কোহলি এমন একটা দেশে জন্মেছে যেখানে জনসংখ্যা অনেক বেশি। স্বাভাবিকভাবেই ওর ফ্যান ফলোয়ার্স অন্যদের থেকে অনেক বেশি।”
এরই পাশাপাশি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন কে কটাক্ষ করে সলমন বাট বলেন, “ওদের মধ্যে কে তুলনা করছে যার আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে কোন সেঞ্চুরিই নেই। মাইকেল ভন অধিনায়ক হিসেবে ভাল ছিলেন, টেস্ট ক্রিকেটেও যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছেন কিন্তু একদিনের ক্রিকেটে ওপেনার হওয়ার সত্ত্বেও ওর কোন সেঞ্চুরি নেই অর্থাৎ কোহলির প্রসঙ্গে কথা বলার কোন অধিকার ওর নেই। ওর কথা বলা স্বভাব তাই যা খুশি বলে যায়।”