বিশ্বজুড়ে শুরু “হাহাকার”, হঠাৎ বন্ধ Microsoft-এর পরিষেবা, থমকে গেল রেল-বিমান ও ব্যাঙ্কিং পরিষেবা

বাংলা হান্ট ডেস্ক: আচমকাই সমগ্র বিশ্বের Microsoft ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হয়েছেন। যার জেরে থমকে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা। মূলত, Microsoft-এ প্রযুক্তিগত সমস্যার কারণে বিমান পরিষেবা থেকে শুরু করে ব্যাঙ্কিং ক্ষেত্রের কাজকর্ম রীতিমতো থমকে গিয়েছে। ভারতেও প্রভাব যথেষ্ট ভাবে পরিলক্ষিত হয়েছে। মূলত, যেসমস্ত ক্ষেত্রে Microsoft ব্যবহার করা হয় সেখানেই দেখা গিয়েছে সমস্যা। যার ফলে বিমানবন্দরের পাশাপাশি স্টক এক্সচেঞ্জ, টিভি চ্যানেল ও রেল পরিষেবাতেও বিঘ্ন ঘটেছে।

বড়সড় প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন Microsoft:

ঠিক কি ঘটেছে: উল্লেখ্য যে, শুক্রবার সকাল থেকে চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন হতে হয় Microsoft উইন্ডোজ ইউজারদের। কম্পিউটার খুললেই স্ক্রিনে ভেসে ওঠে একটি নীল পর্দা। সেখানে জানিয়ে দেওয়া হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ আপডেট নিচ্ছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আপডেট হয়ে যাওয়ার পরেও কাজ করছে না ডিভাইস। এমতাবস্থায়, বিঘ্নিত হচ্ছে একাধিক পরিষেবা।

   

Microsoft services are affected worldwide.

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Microsoft ডাউন হওয়ার সাথে সাথে ব্রিটেনে ট্রেন পরিষেবা থেকে শুরু করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যাঙ্কিং পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এই প্রযুক্তিগত ত্রুটির কারণে টিভি চ্যানেলের সম্প্রচার, বিমানবন্দরে চেক-ইন প্রক্রিয়া এবং বিমান চলাচলও প্রভাবিত হয়।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরাট উপহার! বাংলায় এবার ৭.৫ লক্ষ চাকরি, নবান্ন থেকে হল বড় ঘোষণা

শুধু তাই নয়, পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে, লন্ডনের এডিনবার্গ বিমানবন্দরে অনলাইনের পরিবর্তে অফলাইনে কাজকর্ম করা হচ্ছে। বিমানবন্দরে বোর্ডিং পাসও ম্যানুয়ালি চেক করা হচ্ছে। পাশাপাশি, Microsoft ডাউন হওয়ার ফলে সবচেয়ে খারাপ প্রভাব দেখা গিয়েছে লন্ডন স্টক এক্সচেঞ্জে।

আরও পড়ুন: খরচ হবে ৭০ হাজার কোটি! ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধজাহাজ, থরথর করে কাঁপবে শত্রুদেশ

প্রভাবিত হয়েছে দিল্লি ও আমেরিকাও: উল্লেখ্য যে, Microsoft-এর সমস্যার কারণে, আমেরিকার আলাস্কায় জরুরি পরিষেবা ৯১১ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এদিকে আমেরিকায় প্রযুক্তিগত সমস্যার কারণে একাধিক কল সেন্টার কাজ করছে না। ভারতের দিল্লি বিমানবন্দরেও এর প্রভাব দেখা গেছে। এই প্রসঙ্গে দিল্লি বিমানবন্দরের তরফে এক্স মাধ্যমে জানানো হয় যে, বিশ্বব্যাপী প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানবন্দরে কিছু পরিষেবা ব্যাহত হয়েছে। কেউ যাতে কোনও সমস্যার সম্মুখীন না হয় সেজন্য নিরন্তর চেষ্টা করা হয় বলেও জানানো হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর