ভোটের খরচ মেটাতে ভরসা মিড ডে মিলের টাকা! বোমা ফাটাল সংগ্রামী যৌথ মঞ্চ, বিপাকে রাজ্য সরকার

বাংলা হান্ট ডেস্ক : ফের মিড ডে মিল (Midday Meal) নিয়ে বিপাকে রাজ্য সরকার (State Government)। এই প্রকল্পের টাকা অন্য খাতে ব্যবহার করার অভিযোগ উঠল তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে। ভোট কর্মীদের ভাতা দিতে মিড ডে মিলের টাকা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। যদিও এই প্রসঙ্গে পাল্টা সরব হয়েছে বাংলার শাসক দলও।

অভিযোগে বলা হয়েছে, মিড ডে মিল প্রকল্পে স্কুলে একবেলা খেতে পায় ছোট ছোট ছেলেমেয়েরা। সেই তহবিল থেকেই এবার ভোট কর্মীদের ভাতা দিচ্ছে রাজ্য সরকার! এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এবিষয়ে রাজ্য নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানানোর হুমকিও দিয়েছেন তাঁরা।

সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য নির্ঝর কুণ্ডু বলেন, ‘নেব না ওই টাকা। বিনা পয়সায় কাজ করব দরকার হলে। কমিশনকে জানাব। কেন্দ্রীয় সরকারকে জানাব।’ তবে রাজ্য সরকারের এই কাণ্ড প্রথম নয়। এর আগে, বগটুইকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দিতে পিএম পোষণের টাকা ব্যবহারের বিস্ফোরক অভিযোগ তোলা হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে।

একই অবস্থা দেখা যায় বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রেও। নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিলের টাকা খরচ করে আর্থিক সাহায্য দেওয়ার অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এবার ভোটকর্মীদের ভাতা দিতে মিড ডে মিলের তহবিল ব্যবহারের অভিযোগ তুললেন ডিএ আন্দোলনকারীরা।

নির্বাচন কমিশন এই প্রসঙ্গে জানিয়েছে, ‘মিড ডে মিল থেকে ভোটের টাকা বরাদ্দ হয়েছে এমন একটি মেসেজ পেয়েছেন অনেক ভোটকর্মী। এটা কোনও যান্ত্রিক ত্রুটি। যাবতীয় টাকা নির্দিষ্ট তহবিল থেকেই দেওয়া হয়েছে। রাজ্য সরকারকে জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, আগামী শনিবারই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। ডিএ আন্দোলনকারীদের দাবি মেনে নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী। তা সত্ত্বেও কোথাও কোনও সমস্যা হলে ভোট কর্মীরা যাতে অভিযোগ জানাতে পারেন, তার জন্য কন্ট্রোল রুম চালু করছে সংগ্রামী যৌথ মঞ্চ।

Sudipto

সম্পর্কিত খবর