পশ্চিম মেদিনীপুর জেলার ৬৬ জন পুলিশ কর্মীর হাতে তুলে দেওয়া হলো ফিটনেশ কিট

 

পশ্চিম মেদিনীপুর :- পুলিশে কর্মরত ওসি , আইসি থেকে কনস্টেবল সকলে যেন শারীরিক ভাবে ফিট থাকেন এজন্য পশ্চিম মেদিনীপুর জেলার ৬৬ জন পুলিশ কর্মীর হাতে তুলে দেওয়া হলো ফিটনেশ কিট।

IMG 20191018 WA0035

এদিন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার স্থূল ৬০ জন ওসি ও কনস্টেবলের হাতে শরীর ফিট রাখার এই বিশেষ কিট তুলে দেন । তিনি জানান, একমাস পর খোঁজ নেওয়া হবে। এতে যাঁর সাফল্য ভালো হবে তাঁকে পুরস্কার দেওয়া হবে। জানিয়েছেন পুলিশ সুপার দীনেশ কুমার। আজ পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ লাইনে র সেফ হাউসে একটি পুলিশ এর মধ্যে শারীরিক অবস্থার উন্নতি যাতে হয় তা নিয়ে একটি সেমিনারে র আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, আই জি ( পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র, ডি আই জি ( মেদিনীপুর ও বর্ধমান ) সুকেশ জৈন ও ভরতলাল মীনা সহ অন্যান্য পুলিশ আধিকারিকগন।

সম্পর্কিত খবর