বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল (Trinamool Congress) নেতাদের কাটমানি এবং তোলাবাজির অভিযোগ নিয়ে এর আগেও সরব হয়েছে বিরোধী দলগুলি। এমনকি তৃতীয়বার ক্ষমতায় ফেরার পরে কাটমানির বিরুদ্ধে নেতাদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও (Mamata Banerjee)। এরইমধ্যে ফের একবার কোচবিহারের দিনহাটা থেকে সামনে এলো তৃণমূলের তোলাবাজির অভিযোগ। অভিযোগকারী প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি (BJP) বিধায়ক মিহির গোস্বামী (Mihir Goswami)। তার মতে, দিনহাটা শিশুমঙ্গল সমিতির নামে একটি সংস্থার মাধ্যমে মানুষ জনের কাছ থেকে জোর করে টাকা তুলছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha )।
তার দাবি, হাসপাতালে উন্নয়নের জন্য কোটি কোটি টাকা তোলা হচ্ছে। হাসপাতালে সুপার রনজিত মন্ডলেরও এই কাজে যুক্ত থাকার অভিযোগ তোলেন তিনি তার মতে দিনহাটার এই সংগঠনটি কোন রেজিস্ট্রেশন নেই। একটি বেসরকারি সংস্থাকে এভাবে সরকারি কাজের জন্য টাকা তুলতে পারে? রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই। তাই তার কাছেই প্রশ্ন রেখে মিহির বলেন, ” মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কি এতই করুন অবস্থা যে বেসরকারি উদ্যোগের সরকারি কাজ করতে হচ্ছে? সেটা করছেন তৃণমূলের প্রাক্তন বিধায়কই। সাধারণ মানুষের থেকে অর্থ তুলে নিজে আত্মসাৎ করছেন না তো? মন্ত্রীকে অবগত এইসব কাজের বিষয়ে?”
অপরপক্ষে উদয়ন অবশ্য মিহির গোস্বামীর এই বক্তব্যকে পাত্তা দিতে নারাজ। তার মতে, মানুষের কোন ভাল কাজ হচ্ছে দেখলেই ওনার গাত্রদাহ হয়। কোভিডের তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে শিশুদের। আর তাই এই টাকায় শিশুদের জন্য একটি বিশেষ ওয়ার্ড তৈরীর পরিকল্পনা করা হয়েছে। যাতে তারা উন্নত পরিকাঠামো পায়। একইসঙ্গে মিহিরের সমালোচনা করে তিনি বলেন, “ওঁর দিনহাটা নিয়ে না ভাবলেও চলবে।” যদিও তিনিও মেনে নিয়েছেন সংস্থার কোন রেজিস্ট্রেশন নেই। তবে তার মতে মানুষ দিনহাটার উন্নয়নের জন্য হইহই করে টাকা দিচ্ছে।
উল্টোদিকে এই প্রসঙ্গ বিধানসভায় উত্থাপনের দাবি তুলেছেন মিহির গোস্বামী। তিনি স্পষ্ট জানিয়েছেন অধিবেশন শুরু হলেই এ বিষয়ে প্রশ্ন তুলবেন তিনি। শুধু তাই নয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকেও এই বিষয়টি জানানোর দাবি তুলেছেন তিনি। তার মতে বহু মানুষের থেকেই টাকা নেওয়া হচ্ছে জোর করে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা যে ফের একবার চরমে এ নিয়ে কোন সন্দেহ নেই।