ভারতীয় হিসেবে গর্বিত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুর্নিশ মিকা সিংয়ের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ বলিউড গায়ক মিকা সিং (Mika Singh)। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রীকে কুর্নিশ ঠুকেছেন তিনি। বিদেশের মাটিতে ভারতের জয়জয়কার দেখে উচ্ছ্বসিত মিকা। নিজের আনন্দ, উচ্ছ্বাস সকলের সঙ্গে শেয়ার করতেই একটি ভিডিও পোস্ট করেছেন তিনি, যেখানে নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন গায়ক।

দোহা বিমানবন্দরে দাঁড়িয়ে ভিডিওটি শুট করেছেন মিকা। তিনি জানান, একটি আন্তর্জাতিক ব্র্যান্ড থেকে কেনাকাটা করার সময়ে একটি দারুণ জিনিস জানতে পেরেছেন তিনি। ভারতীয় মুদ্রা দিয়েই জিনিসপত্র কেনাকাটা করা হবে। তিনি নিজেও সেটাই করেছেন।

মিকা বলেন, ভারতীয় হিসাবে তিনি গর্ব বোধ করছেন। দোহায় ভারতীয় মুদ্রা চলছে। এরপর গোটা বিশ্বেই ভারতীয় মুদ্রা দিয়ে চলবে। যেকোনো রেস্তোরাঁতেও ব্যবহার করা যাবে ভারতীয় মুদ্রা। আর এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব টা তিনি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিমানবন্দরে দাঁড়িয়েই প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

প্রসঙ্গত, জানা গিয়েছে এবার থেকে সংযুক্ত আরব আমিরশাহী, ইন্দোনেশিয়া, মরিশাসের মতো দেশগুলিতেও ইউপিআই ব্যবহার করা যাবে। এতে পরিযায়ী শ্রমিক এবং প্রবাসী পড়ুয়ারা লাভবান হবে বলেই আশা করা যাচ্ছে।

প্রসঙ্গত, মিকা সিং বলিউডের জনপ্রিয় গায়কদের মধ্যে অন্যতম। তবে তাঁর জীবনে বিতর্কও বড় কম নেই। ১৭ বছর আগেকার এক কাণ্ড নিয়ে এখনো কোর্টকাছারি করতে হচ্ছে তাঁকে। রাখি সাওয়ান্তকে জোরজবরদস্তি চুমু খাওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছিল মিকার বিরুদ্ধে। এতদিন পর সেই মামলায় গায়ককে রেহাই দিয়েছেন রাখি। আদালত থেকে মামলা প্রত্যাহার করে নেওয়ার অনুমতিও দিয়েছেন তিনি।

সম্পর্কিত খবর

X