বাংলাহান্ট ডেস্ক : ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। একাধিক সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী,বর্তমান প্রেক্ষাপটে বিভাজন দেখা দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে। এই পরিপ্রেক্ষিতে ইসলামি চরমপন্থীদের উস্কানিতে সে দেশে সেনা অভ্যুত্থান ঘটে কিনা সেদিকেই কড়া নজর রেখেছে দিল্লি।
সেনা অভ্যুত্থানের মুখে বাংলাদেশ (Bangladesh)?
কট্টর ইসলামপন্থী হিসাবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ ফাইজুর রহমান বর্তমানে রয়েছেন কোয়ার্টার মাস্টার জেনারেল পদে। সূত্রের খবর, মুহাম্মদ ফাইজুর রহমান সেনাবাহিনীর দখল নিতে সক্রিয় হয়ে উঠেছেন। এমনকি বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, গত সপ্তাহে মুহাম্মদ ফাইজুর বৈঠকও করেছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর (ISI) প্রতিনিধিদের সাথে।
আরোও পড়ুন : ভারতীয় রেলের ইতিহাসে নতুন যুগ! এই রুটে চলবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন, সামনে এল দিনক্ষণ
সূত্রের খবর, সেনাবাহিনীর একটা অংশকে অভ্যুত্থানের জন্য নিজের দিকে টানার চেষ্টা করছেন লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ ফাইজুর। আবার বাংলাদেশের (Bangladesh) সেনাপ্রধান জেনারেল ওয়াকারউজ়-জ়ামান বার্তা দিয়েছেন ভারতের (India) সাথে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে।
বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে সামরিক বাহিনী ও নেতৃত্বদের গুরুত্ব যে বিশাল তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই পরিস্থিতিতে গোটা বিষয়টির উপর কড়া নজর রাখছে ভারত। যদিও কূটনৈতিক সূত্রে খবর, এই মুহূর্তে কিছুটা হলেও চাপের মধ্যে রয়েছেন বাংলাদেশের (Bangladesh) সেনাপ্রধান।
আরোও পড়ুন : আগামী মাসেই শেষ সিরিয়াল, গল্প ফুরোনোর আগেই নতুন প্রোজেক্টে জি এর নায়িকা
তিনি চাইছেন নিরপেক্ষভাবে অবস্থান করে ভারসাম্যের পথে হাঁটতে। তবে সেনার মধ্যেই তাঁর বিরোধী শক্তি যে মাথাচাড়া দিয়ে উঠছে সেটাই এখন অন্যতম বড় চিন্তার কারণ দিল্লির কাছে। আবার জামায়েতে ইসলামীর কট্টর সমর্থক বলে পরিচিতি রয়েছে বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ ফাইজুর রহমানের।
অতীতে জামাতপন্থী অফিসার এবং সেনাদের পাশে দাঁড়ানোর দৃষ্টান্তও রয়েছে মুহাম্মদ ফাইজুর রহমানের। এমনকি তাঁর শুভাকাঙ্ক্ষী রয়েছে পাকিস্তানের (Pakistan) আইএসআই-তেও। সবমিলিয়ে বাংলাদেশে যদি সেনা অভ্যুত্থান ঘটে তাহলে তাতে বড় ভূমিকা থাকতে পারে মুহাম্মদ ফাইজুর রহমানের।