বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েকবছরের এক চাঞ্চল্যকর পরিসংখ্যান এবার সামনে এসেছে। মূলত, বর্তমানে ভারতীয় নাগরিকত্ব (Indian Citizenship) ত্যাগ করার প্রবণতা দিন দিন বাড়ছে। শুধু তাই নয়, শুধুমাত্র ২০২১ সালেই ১ লক্ষ ৬৩ হাজারেরও বেশি ভারতীয় তাঁদের নাগরিকত্ব ছেড়ে বিদেশে বসতি স্থাপন করেছেন। এমনকি, গত সাত বছরে ভারতীয় নাগরিকত্ব ত্যাগের পরিপ্রেক্ষিতে এটাই সবচেয়ে বড় সংখ্যা।
ইতিমধ্যেই লোকসভায় সাংসদ হাজি ফজলুর রহমান এই বিষয়ে সংসদে একটি প্রশ্ন করেছিলেন, যার উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ২০২১ সালে ১ লক্ষ ৬৩ হাজার ৩৭০ জন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন। পাশাপাশি, ২০২০ সালে ৮৫ হাজার ২৫৬ জন এবং ২০১৯ সালে ১ লক্ষ ৪৪ হাজার ১৭ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। এমনকি, পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে, ৯১ শতাংশেরও বেশি মানুষ ভারতের নাগরিকত্ব বর্জন করেছেন।
কোথায় স্থায়ী হলেন তাঁরা: এই প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ২০২১ সালে সর্বাধিক ৭৮ হাজার ২৮৪ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে আমেরিকায় স্থায়ী হয়েছেন এবং সেখানকার নাগরিকত্ব পেয়েছেন। এরপরেই আছে অস্ট্রেলিয়া। সেখানে ২০২১ সালে ২৩ হাজার ৫৩৩ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে বসতি স্থাপন করেছেন। পাশাপাশি, কানাডার নাগরিকত্ব পেয়েছেন ২১ হাজার ৫৯৭ জন।
উল্লেখ্য যে, অন্যান্য বছরেরও এই একই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। ২০২০ সালে সর্বাধিক ৩০ হাজার ৮২৮ জন ভারতীয় এবং ২০১৯ সালে ৬১ হাজার ৬৮৩ জন ভারতীয় আমেরিকায় বসতি স্থাপন করেন। অপরদিকে, কানাডায় ১৭ হাজার ৯৩ জন, অস্ট্রেলিয়ায় ১৩ হাজার ৫১৮ জন এবং যুক্তরাষ্ট্রে ১৪ হাজার ৪৮৯ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন।
এখনও পর্যন্ত কতজন ভারতীয় নাগরিকত্ব বর্জন করেছেন: এই প্রসঙ্গে সংসদের বিভিন্ন অধিবেশনে সরকারের উপস্থাপিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ৯ লক্ষ ৩২ হাজার ২৭৬ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।
পাশাপাশি, ২০২১-এর ৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় জানিয়েছিলেন যে, ২০১৫ সালে ১ লক্ষ ৪১ হাজার ৬৫৬ জন ভারতীয় নাগরিকত্ব বর্জন করেন। একইভাবে, ২০১৬ সালে ১ লক্ষ ৪৪ হাজার ৯৪২ জন, ২০১৭ সালে ১ লক্ষ ২৭ হাজার ৯০৫ জন এবং ২০১৮ সালে ১ লক্ষ ২৫ হাজার ১৩০ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছিলেন। যদিও, এই বিষয়ে সরকারের বক্তব্য, মূলত ব্যক্তিগত কারণেই ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করছেন অধিকাংশজন।