বাংলাহান্ট ডেস্কঃ ২০২১-র প্রায় শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি আমরা। এইসময় পুরোনকে বিদায় জানিয়ে, নতুনকে স্বাগত জানানোর সময় হয়েছে। সকলেই এই সময়ে প্রার্থনা করছে, পুরনো বছরের সমস্ত খারাপ কিছুকে বাদ দিয়ে নতুন করে নতুনের দিকে এগিয়ে যেতে। নতুন বছরে যেন সবকিছুই শুভ শুভ এবং ভালো হয়। যাতে মানুষজন আনন্দের সঙ্গে দিন কাটাতে পারে। কিন্তু এই সময়েও ভবিষ্যতের জন্য আশঙ্কার বাণী শোনালেন বাবা ভাঙ্গা (Baba Vanga)।
বুলগেরিয়ার ভাঙ্গেলিয়া পান্দেভা গুস্তেরভো (Vangeliya Pandeva Gushterova) ওরফে বাবা ভাঙ্গা (Baba Vanga) জন্মান্ধ। কিন্তু তিনি মনের চোখ দিয়ে অদূর ভবিষ্যতের যে দৃশ্য দেখতে পান, তা দুচোখ খুলেও অনেকে দেখতে পান না। এমনকি তাঁর করা ভবিষ্যৎবাণীও অধিকাংশই সত্যি হয়ে যায়।
২০০৪ সালের আগেই ভয়ঙ্কর সুনামির (Tsunami) আগমনের আশঙ্কা করেছিলেন তিনি। আর তারপর ডিসেম্বরেই সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছিল গোটা পৃথিবী। আর এবার তাঁর আশঙ্কা, এশিয়ার বহু দেশ বন্যাবিধ্স্ত হয়ে পড়তে পারে এই আসন্ন নতুন বছরে অর্থাৎ ২০২২ সালেই। যা ক্রশম চিন্তায় ফেলছে মানুষজনকে।
এখানেই শেষ নয়, তাঁর ধারণা পৃথিবীর জনসংখ্যা ক্রমশ বেড়ে যাওয়ার কারণে, জলসংকট দেখা দিতে পারে পৃথিবীতে। গোটা বিশ্ব শুধু নয়, আলাদা করে ভারতের বিষয়েও তিনি কিছু ভবিষ্যৎবাণী করেছেন। তাঁর কথায়, পঙ্গপাল (Locust) হানা দিতে পারে ভারতে। যার ফলে সংকট দেখা দেবে খাদ্য শস্য ভাণ্ডারে। এমনকি উষ্ণায়নের জন্য ভারতের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কাও করেছেন বাবা ভাঙ্গা।