নিয়ম মেনে শিবরাত্রি পালন করলেন মিমি, শিবলিঙ্গে জল ঢালার ভিডিও শেয়ার করলেন নেটমাধ‍্যমে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আজ মহা শিবরাত্রি (shiv ratri)। গোটা দিন নির্জলা উপোস করে শিবের মাথায় জল ঢেলে তাঁর কাছে বর প্রার্থনা করে কোটি কোটি মানুষ। সাধারণ মানুষ থেকে তারকারা, সকলেই মহাদেবের পুজোয় ব্রতী হন‌। এদিন প্রথা মেনে ভক্তি ভরে শিবরাত্রি পালন করতে দেখা গেল তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তীকেও (mimi chakraborty)।

নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলেই শিবরাত্রি পালন করার ছবি ভিডিও শেয়ার করেছেন মিমি। মন্দিরে গিয়ে ভক্তি ভরে শিবলিঙ্গে জল ঢালতে দেখা গেল মিমিকে। মহাদেবকে প্রণাম করে মনোষ্কামনা পূরণ করার আর্জিও জানান অভিনেত্রী। তাঁর ছবি ও ভিডিও ইতিমধ‍্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।


এদিন সাদা চুড়িদারে দেখা গেল মিমিক। সঙ্গে নিয়েছেন লাল ওড়না। তবে করোনা আবহে নিয়ম মেনে পরেছেন মাস্ক। হাঁটু মুড়ে বসে পুরোহিতের আশীর্বাদও নিয়েছেন তিনি। ক‍্যাপশনে মিমি লেখেন, ‘সবাইকে জানাই মহা শিবরাত্রির শুভেচ্ছা। সকলে সুস্থ থাকুন এটাই কাম‍্য। জয় ভোলে বাবা।’

https://www.instagram.com/p/CMRrvtvgOsN/?igshid=1kh3eee1cqxio

এদিন সকালে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে দেখতে SSKM এও যান মিমি। মুখ‍্যমন্ত্রীকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি মিমি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সকলকে অনুরোধ করেন, আজ শিবরাত্রির দিনে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করতে। দিদির জন‍্যই রাজনীতিতে এসেছেন তিনি। নাহলে একা এত বড় সিদ্ধান্ত তিনি নিতে পারতেন না।

আজ সেই দিদিকেই হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন মিমি। বারে বারে চোখের জল মুছতে দেখা যায় তাঁকে। শিবরাত্রির দিনে তিনি সকলকে অনুরোধ করেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের দ্রুত আরোগ‍্য কামনা করতে। বাকি সব কিছু পরে ভাবা যাবে বলে মন্তব‍্য করেন মিমি।

সোশ‍্যাল মিডিয়াতেও মুখ‍্যমন্ত্রীর জন‍্য শুভ কামনা জানিয়েছেন অভিনেত্রী সাংসদ। মিমি লেখেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন রানি। গোটা বাংলার মানুষ মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সুস্থতা কামনা করছে।’

X