বাংলাহান্ট ডেস্ক : টলিউড ইন্ডাস্ট্রিতে ইডি-র নজর। কিছুদিন আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমন পেয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। এবার তালিকায় নাম জুড়ল মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)। জানা গিয়েছে, বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় সমন পেয়েছেন তিনি। সোমবারই তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
ইডির সমন পেলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)
বেটিং অ্যাপ কেলেঙ্কারি ভারতীয় বিনোদন জগৎকে বড়সড় ঝটকা দিয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই মামলায় মাসখানেক আগে ২৯ জনের নামে মামলা দায়ের করেছিল ইডি (Enforcement Directorate)। এই মামলায় জড়িয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবেরাকোন্ডা, রাণা দগ্গুবতী থেকে কপিল শর্মাও। এমনকি ক্রিকেট জগতের শিখর ধাওয়ান, সুরেশ রায়নাদেরও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
নাম জড়িয়েছে বলি অভিনেত্রীর: এদিকে টলিউডে কিছুদিন আগেই এই মামলায় ইডির সমন পেয়েছিলেন অঙ্কুশ। আর এবার নম জড়াল প্রাক্তন তৃণমূল সাংসদ মিমির (Mimi Chakraborty)। সোমবার দিল্লি অফিসে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মিমি (Mimi Chakraborty) একা নন, বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাও কেন্দ্রীয় সংস্থার সমন পেয়েছেন বলে খবর। আগামী মঙ্গলবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
কী অভিযোগ ইডির: কী অভিযোগ উঠেছে? ইডির সন্দেহ, অনলাইন বেটিং অ্যাপগুলি বেআইনি। অবৈধ ভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে এই বেআইনি অ্যাপগুলি। আবার তদন্তকারী সংস্থাকে ফাঁকি দিতে টাকাগুলি হাওয়ালার মাধ্যমে ঘোরানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
আরও পড়ুন : বিচ্ছেদের এত বছর পর প্রেমিকা হিসেবে দীপিকাকে স্বীকৃতি! কেন আলাদা হন রণবীর? জানালেন নীতু
এদিকে মামলায় যে তারকাদের নাম জড়িয়েছে তাঁদের বিরুদ্ধে ইডির অভিযোগ, এই বেআইনি বেটিং অ্যাপগুলির প্রচার করে আর্থিক সুবিধা পেয়েছেন তাঁরা। তবে অঙ্কুশ, মিমির (Mimi Chakraborty) আগে কোনও টলিউড তারকার নাম এই মামলায় জড়ায়নি। আসন্ন পুজোয় মুক্তি পেতে চলেছে মিমির ‘রক্তবীজ ২’। তার আগেই বড় ঝটকা পেলেন অভিনেত্রী।