বাংলাহান্ট ডেস্ক : ভূত চতুর্দশী কিন্তু শুধু ‘তেনাদের’ই দিন নয়। কালীপুজোর আগের এই বিশেষ দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালিদের নানান রীতিনীতি। এদিনের দুপুরে পাতে চোদ্দ শাক থাকা চাই-ই চাই। আর রাতে পূর্বপুরুষদের উদ্দেশে দেওয়া হয় চোদ্দ প্রদীপ। শহরের মানুষ জন মূলত বাজারে গিয়েই কিনে থাকে এই চোদ্দ শাক। তবে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) যা করলেন তা দেখে অনেকেই ভাবছেন, এটা আগে মাথায় এল না কেন?
মিমির (Mimi Chakraborty) বুদ্ধিতে অবাক নেটিজেনরা
ভূত চতুর্দশীতে চোদ্দ শাকের রীতি পালন করতে গিয়ে কার্যত গলদঘর্ম হওয়ার জোগাড় হতে হয়। তাড়াতাড়ি বাজারে গিয়ে খুঁজতে হয় চোদ্দ রকম শাক। বাজারে চোদ্দ শাকের বান্ডিল নিয়েও অনেকে বসেন বটে। তবে তাতে আদৌ চোদ্দটি শাক থাকে কিনা তা যেমন ভাববার বিষয়, তেমনি আবার তাড়াতাড়ি বাজারে না গেলে ওইটুকুও মেলে না। মিমি (Mimi Chakraborty) তাই অত ঝকমারিতেই যাননি। নিজের বাড়ির বারান্দায় লাগানো গাছ থেকেই পেয়ে গিয়েছেন বিভিন্ন রকমের শাক। তাই দিয়েই পালন করেছেন রীতি।
আরো পড়ুন : ছেলের থেকে কম যান না বৌমাও, অর্পিতার অভিনয়ের ভূয়সী প্রশংসা বিশ্বজিতের, দিলেন দরাজ সার্টিফিকেট
নিজের ব্যালকনিতেই করেছেন চাষ
শহরের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বাস মিমি র(Mimi Chakraborty)। নিজের ফ্ল্যাটের লাগোয়া ছোট্ট ব্যালকনিতেই তিনি বানিয়ে ফেলেছেন কিচেন গার্ডেন। মাটি, টব এনে লাগিয়েছেন নানান ফুল ফলের গাছ, চাষ করেছেন নানান শাকও। তার মধ্যে থেকেই কিছু শাক নিয়ে এদিনের রীতি পালন করলেন মিমি (Mimi Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা ভিডিওতে ব্যালকনি থেকে পালং শাক তুলতে দেখা যায় মিমিকে। তাঁর চোখেমুখে উপচে পড়ছে আনন্দ।
আরো পড়ুন : মেয়ের জন্মের পর এ কী হাল! শুভশ্রীকে দেখে চেনা দায়! চোখ কপালে নেটপাড়ার
ভিডিও শেয়ার করে উচ্ছ্বসিত মিমি
মিমি (Mimi Chakraborty) বলেন, ‘এর থেকে বেশি আনন্দ আমি আর কিছুতে পাই না। সব শাক নেই ঠিকই, যা আছে তাই দিয়েই চোদ্দ শাকের রীতি পালন’। তিনি আরো বলেন, তাঁর ছোট্ট জায়গাতেই কিচেন গার্ডেন তৈরি করেছেন তিনি। জায়গা কম, কিন্তু যা আছে তাঁদের জন্য যথেষ্ট।
জলপাইগুড়ির মেয়ে মিমি। ছোট থেকেই পরিবেশ, গাছপালা তাঁর পছন্দের। নিজের আবাসনেই তিনি লাগিয়েছেন জামরুল গাছ। চলতি বছর গরমকালে জামরুল পাড়ার ছবি, ভিডিও শেয়ার করেছিলেন তিনি। নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফল খাওয়ার মজাই আলাদা!
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার