বাংলাহান্ট ডেস্ক: স্বাধীনতা দিবসের (independence day) শুরুতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়লেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী (mimi chakraborty)। স্বাধীনতার বর্ষপূর্তির বছর ভুল লিখে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন তিনি। শুধু তাই নয়, শুভেচ্ছা বার্তার ছবিতে মিমির পোশাক নিয়েও সমালোচনা করেছেন নেটিজেনদের এক পক্ষ।
ব্যাপারটা ঠিক কী ঘটেছে? এদিন ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ছবি ও ভিডিও শেয়ার করেন মিমি। পরনে সাদা টিশার্ট ও ডেনিম জিন্স। ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে লেন্সবন্দি হয়েছেন তিনি। প্রতি বছরই সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে থাকেন মিমি। কিন্তু এবারে কিছুটা গোলমাল করে ফেললেন তিনি।
৭৫ তম স্বাধীনতা দিবসের বদলে ভুলবশত ৭৪ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ফেলেন মিমি। অবশ্য চলতি বছরের স্বাধীনতা দিবস কত তম সে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ধন্দ দেখা গিয়েছে। কেউ বলছেন ৭৪ তম আবার কারোর বক্তব্য ৭৫ তম। ইতিহাসে ফিরলে দেখা যাচ্ছে ১৯৪৭ সালে ১৫ অগাস্ট দেশ স্বাধীন নয়। ওইদিন ভারতের প্রথম স্বাধীনতা দিবস ধরলে ২০২১ এ ৭৫ তম স্বাধীনতার বর্ষে পদার্পণ করল ভারত।
ভুল মানুষ মাত্রেই হয়। মিমিও ব্যতিক্রম নন। তবে তিনি যেহেতু জনপ্রতিনিধি তাই তিনি এমন ভুল কীভাবে করতে পারলেন তাই নিয়ে উঠছে প্রশ্ন। পোস্ট করার সঙ্গে সঙ্গেই মিমিকে সঠিকটা জানাতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। সাংসদ অভিনেত্রী অবশ্য ভুল বুঝতে পেরেই পরক্ষণেই শুধরে নিয়েছেন। কিন্তু ততক্ষণে সে পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
একজন নির্বাচিত জনপ্রতিনিধি, দেশের আইনসভার সদস্য হয়ে কত তম স্বাধীনতা দিবস সেটাও জানেন না! এঁদের জনপ্রতিনিধি করেন কারা? প্রশ্ন তুলেছেন একজন। আবার অরেকজনের কটাক্ষ, ‘চালচুরির দিকে একটু নজর কম দিলে জানতে পারতেন এটা আমাদের ৭৫ তম স্বাধীনতা দিবস।’
https://www.instagram.com/p/CSkLs-RBz1c/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CSk5vTTIcfD/?utm_medium=copy_link
শুধু স্বাধীনতার বর্ষপূর্তির বছর ভুল লিখে নয়। জিন্স টিশার্ট পরে জাতীয় পতাকা নিয়ে শুভেচ্ছা জানানোর ‘অপরাধে’ও সমালোচিত হয়েছেন মিমি। তবে নিজের ভুল শুধরে নিয়েই খালাস তিনি। কোনো ট্রোল সমালোচনার উত্তরেই কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।