আসছে নুসরতের ‘ইয়ুভ’, ভিডিও বার্তায় শুভেচ্ছা জানলেন মিমি, ঋতাভরী, শ্রাবন্তী

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরের শুরু থেকেই একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। ২০২০র জানুয়ারির শুরুতেই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘অসুর’। বিয়ে ও সাংসদ নির্বাচিত হওয়ার পর এটাই তাঁর প্রথম ছবি। এসবের মাঝে অভিনয়টা যে একেবারেই ভুলে যাননি তা নতুন করে প্রমাণ করে দিয়েছেন তিনি। অসুর বেশ সফল বক্স অফিসে। সিনেপ্রেমীরাও প্রশংসা করেছেন নুসরতের। অনেকেই বলছেন নিজের পুরোনো লুক একেবারে ভেঙে নতুন রূপে ফিরে এসেছেন তিনি। পাশাপাশি স্বামী নিখিল জৈনের ব্র্যান্ড ‘রঙ্গোলি’র জন্য মডেলিংও শুরু করেছেন নুসরত। মাঝে মাঝেই এই ব্র্যান্ডের পোশাকে ফটোশুট করতে দেখা যায় তাঁকে।

2080984248 2

তবে এবার নিজেই ময়দানে নেমে পড়েছেন নুসরত। স্বামীর সঙ্গে তাল মিলিয়ে তিনিও শুরু করতে চলেছেন নিজের ব্র্যান্ড। রঙ্গোলিরই নিবেদিত এই ব্র্যান্ডের নাম ‘ইয়ুভ’। তারই লঞ্চে বিশেষ ফ্যাশন শোয়ের আয়োজন করেছেন অভিনেত্রী। আর সেই সুখবর জানালেন তাঁর প্রিয় বন্ধু তথা সহঅভিনেত্রী মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। মিমি ও নুসরতের বন্ধুত্বের বিষয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। একসঙ্গে সংসদে প্রবেশ করা থেকে টিকটক ভিডিও সবেতেই একে অপরের সঙ্গে ছায়ার মতো লেগে রয়েছেন মিমি-নুসরত। তাই প্রিয় বন্ধুর এই ‘অ্যাচিভমেন্টে’ তিনি পাশে থাকবেন না তা কি হয়?  নুসরতকে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে এই সুখবর দিলেন ‘বোনুয়া’। সঙ্গে এও জানালেন যে লঞ্চে তিনি অবশ্যই থাকছেন।

https://www.instagram.com/p/B7sdY2kHZMP/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B7svsW2HyWS/?utm_source=ig_web_copy_link

বাদ যাননি শ্রাবন্তী ও ঋতাভরীও। নুসরতকে শুভেচ্ছা জানিয়ে দুজনেই বললেন এদিন উপস্থিত থাকবেন ফ্যাশন শোতে। এই তিনটি ভিডিও বার্তাই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন নুসরত জাহান।

https://www.instagram.com/p/B7tEbpcnTpG/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, নুসরতের ব্র্যান্ড ‘ইয়ুভ’-এ থাকছে তাঁর পছন্দ করা বিয়ে ও পার্টির উপযোগী পোশাক। ২৫ জানুয়ারি অর্থাৎ আজ লঞ্চ হবে এই ব্র্যান্ড।

Niranjana Nag

সম্পর্কিত খবর