বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর অবেশেষে ইচ্ছে পূরণ হতে চলেছে সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর। তাহলে কি প্রিয় বান্ধবী নুসরত জাহানের বিয়ের পর মিমিও নতুন কিছু শুরু করার কথা ভাবছেন?
তিনি এখন যাদবপুরের সাংসদ। এছাড়াও অভিনয় তো রয়েইছে। সিনেমা, স্ক্রিপ্ট, শ্যুটিং নিয়ে দিনভর ব্যস্ত থাকলেও তাঁর মনে হচ্ছিল নিজের জন্য কিছু করা দরকার। আর সেই ভাবনা থেকেই নিজস্ব ইউটিউব চ্যানেল করলেন মিমি চক্রবর্তী। এবং তার ফ্যানদের কাছে তার চ্যানেলের জন্য আশীর্বাদ চাইলেন।
https://t.co/y83PW4HdUo
Teaser out now
keep loving nd blessing nd subscribing😬😬 pic.twitter.com/00SYJLogjg— Mimi chakraborty (@mimichakraborty) September 2, 2019
অনেক ভাবনাচিন্তর পর রিলিজ করল তাঁর ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলের জন্য দিনের পর দিন, রাতের পর রাত জেগে কাজ করেছেন। চ্যানেল নিয়ে তিনি নিজে যেমন উত্তেজিত ছিলেন তেমন একটা ভালোলাগাও ছিল। একথা মিমি নিজেই জানিয়েছিলেন। সোমবার সন্ধেতে এল সেই বহুপ্রতীক্ষিত টিজার। মিমি চক্রবর্তী ক্রিয়েশনের কথা নিজেই তিনি জানালেন ট্যুইটারে।