বাংলাহান্ট ডেস্ক : শরতের আকাশে এবার দেখা মিলতে চলেছে দ্বিতীয় চাঁদের। অবাস্তব লাগলেও এটাই কিন্তু সত্যি। পৃথিবীর আকাশে অল্প কিছুদিনের জন্য হলেও আসতে চলেছে দ্বিতীয় চাঁদ (Mini Moon)। আসলে এই দ্বিতীয় চাঁদটি হল একটি ক্ষুদ্র গ্রহাণু। বিজ্ঞানীরা এটির নাম দিয়েছেন ২০২৪ পিটিফাইভ। নাসার অ্যাস্টরিয়ড টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেমের মাধ্যমে প্রথম জানা গিয়েছিল এই গ্রহাণুর অস্তিত্ব।
বিষ্ময় জাগাবে ‘মিনি মুন’ (Mini Moon)
মাত্র ৩৩ ফুট প্রশস্ত এই গ্রহাণুটিই আদতে হতে চলেছে ‘মিনি মুন’ (Mini Moon)। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বৈজ্ঞানিকরা বলছেন, সেপ্টেম্বর মাসের শেষ থেকে নভেম্বর মাস পর্যন্ত পৃথিবীর আকাশে দেখা মিলবে এটির। ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এই গ্রহাণুটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে ঘোরাফেরা করবে। নভেম্বর মাসের শেষ দিকে এটি পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই গ্রহাণু এতটাই ছোট যে এটিকে খালি চোখে দেখা সম্ভব নয়।
আরোও পড়ুন : যাত্রীদের মিটল চিন্তা! দীপাবলি এবং ছটপুজোর জন্য বড় পদক্ষেপ রেলের, সুখবর দিলেন বৈষ্ণব
বাড়িতে থাকা দূরবীন বা টেলিস্কোপের মাধ্যমেও এটির নাগাল পাওয়া বেশ কষ্টসাধ্য। পেশাদার সরঞ্জামের মাধ্যমে দেখা মিলতে পারে এই মিনি মুনের (Mini Moon)। জ্যোতির্বিজ্ঞানী জেনিফার মিলার্ড জানিয়েছেন, প্রফেশনাল টেলিস্কোপে এটিকে দেখা যাবে। তাই যারা সাধারণ চোখে এটি দেখতে পাবেন না তারা চোখ রাখুন সোশ্যাল মাধ্যমে। মিলার্ড আরো জানান, স্থায়ীভাবে এই গ্রহাণু পৃথিবীকে প্রদক্ষিণ করতে আসছে না।
কক্ষপথ পরিবর্তনের সময় গ্রহাণুটি পৃথিবীর আকাশে চলে আসবে। আবার নির্দিষ্ট সময় পর সেটি বেরিয়ে যাবে পৃথিবীর আকাশ থেকে। গবেষকরা জানাচ্ছেন, এই প্রথম নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। ১৯৮১ এবং ২০২২ কক্ষপথ পরিবর্তনের সময় পৃথিবীর আকাশ পথের মধ্যে চলে এসেছিল এনএক্স ওয়ান। তেমনভাবে আবার ২০৫৫ সালে পৃথিবীর আকাশ সীমার মধ্যে চলে আসবে ২০২৪ পিটিফাইভ।