‘রামনবমীতে কিছুই হবে না’! বিরাট ঘোষণা ফিরহাদের! তোলপাড় বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ রামনবমী (Ram Navami) নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিজেপি (BJP)। রামনবমীর দিন এক কোটি হিন্দুকে পথে নামার আহ্বান জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অস্ত্র হাতে মিছিলের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই আবহে মুখ খুললেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। রামনবমীর দিন ভিনরাজ্যের লোকজন অশান্তি পাকাতে পারে, আশঙ্কা করছেন তিনি।

রামনবমী নিয়ে মুখ খুললেন ফিরহাদ (Firhad Hakim)!

পুরমন্ত্রী এদিন জানান, প্রত্যেক বছর রামনবমীর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তিনি রাত জাগেন। একইসঙ্গে নিজের আশঙ্কাও প্রকাশ করেন ফিরহাদ। তিনি বলেন, অশান্তি পাকানোর জন্য ভিনরাজ্য থেকে বহিরাগতরা বাংলায় এসে প্ররোচনা দিতে পারে।

ফিরহাদ বলেন, পশ্চিমবঙ্গে নানান রাজ্যের মানুষ থাকেন। তাঁদের মধ্যে হাতেগোনা দু-একজন গোলমাল পাকানোর চেষ্টা করেন। সেই মানুষগুলোকে চিহ্নিত করতে পারলেই আর চিন্তা থাকে না বলে জানান তিনি।

আরও পড়ুনঃ ‘উনি তো মিথ্যে কথাই বলেন… ওনার কথায় গুরুত্ব দিই না’! মমতাকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

পুরমন্ত্রী বলেন, ‘রামনবমীতে কিছুই হবে না। আমরা বাংলার মানুষ রামকৃষ্ণের যত মত তত পথে বিশ্বাসী। বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি চলে না’। এখানেই না থেমে তিনি বলেন, ‘অমিত শাহরা পশ্চিমবঙ্গে পদ্ম ফোটার আশা রাখেন। যতদিন অবধি ধর্মীয় রাজনীতি করবে, তারা কোনও দিন বাংলায় আসবে না’।

Firhad Hakim

এদিকে ইতিমধ্যেই রামনবমীর দিন অস্ত্র নিয়ে মিছিলের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এই বিষয়ে এবার প্রশাসনের ঘাড়ে দায় চাপাল আরএসএস (RSS)। বৃহস্পতিবার এই বিষয়ে আরএসএসের পূর্ব ক্ষেত্রের সহ প্রচার প্রমুখ ড. জিষ্ণু বসু বলেন, ‘দেশের নানান জায়গায় নানান রীতিতে ধর্মাচরণ করা হয়। এটা পরম্পরা। এখন এই রাজ্যে যদি পুলিশ প্রশাসন মনে করে রামনবমীতে অস্ত্র হাতে মিছিল করা যাবে না, সেটা তাদের সিদ্ধান্ত’।

অন্যদিকে আবার রামনবমীর দিন অশান্তির আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ভিনরাজ্যের মুষ্টিমেয় কিছু মানুষ রাজ্যে গণ্ডগোল, অশান্তি পাকানোর চেষ্টা করতে পারেন বলে মনে করছেন তিনি। তাঁদের চিহ্নিত করতে পারলে চিন্তার কিছু থাকে না বলে জানিয়েছেন ফিরহাদ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X