বাংলা থেকে দুজন কেন্দ্রীয় মন্ত্রী, উঠে আসছে কার কার নাম? তালিকায় বড় চমক

বাংলাহান্ট ডেস্ক : ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল। আর কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী ও অন্যান্য সাংসদরা শপথ নেবেন। এই আবহে অনেকের মনে প্রশ্ন বাংলা থেকে কি কেউ থাকতে চলেছেন মোদির (Narendra Modi) মন্ত্রিসভায়? বাংলার (West Bengal) কতজনকে মন্ত্রীত্বের দায়িত্ব দেবে তৃতীয় মোদি সরকার?

এই বিষয়টি এখনই অংক কষে বের করে ফেলা কঠিন। এবারের লোকসভা নির্বাচনের (Loksabha Election) ফলাফলের ভিত্তিতে শরিকদের সাথে বিভিন্ন আলাপ-আলোচনায় ব্যস্ত বিজেপি (Bharatiya Janata Party)। চলছে একাধিক জটিল রাজনৈতিক সমীকরণের খেলা। তাই ধারণা করা হচ্ছে তৃতীয় মোদি সরকারের মন্ত্রিসভায় বাংলা থেকে খুব কম সাংসদই জায়গা পাবেন।

   

আরোও পড়ুন : দার্জিলিং অতীত! এবার স্নো ফল দেখতে পাবেন দক্ষিণবঙ্গেই! মাত্র ৫০০ টাকাতেই হবে বাজিমাত

এবারের লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছে ২৯২ টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি পদ্ম শিবির। তাই সরকার গঠনের জন্য বিজেপিকে নির্ভর করতে হচ্ছে শরিকদের উপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ ইতিমধ্যেই সব শরিক দলের নেতাদের সাথে বৈঠক সেরেছেন। অনুমান করা হচ্ছে সেই বৈঠকে কে কোন মন্ত্রিত্ব চায় সেই বিষয়েও আলোচনা হয়েছে।

আরোও পড়ুন : সাংসদ তো কী! ভরা বিমানবন্দরে মহিলা CISF জাওয়ানের হাতে চড় খেলেন কঙ্গনা

তাই স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে বাংলা থেকে কতজন মন্ত্রী হবেন? অপরদিকে, এবারের লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমেছে পশ্চিমবঙ্গে। বাংলা থেকে ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ১৮ টি আসন। বাংলা থেকে সেই বার দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয়কে প্রথমে প্রতিমন্ত্রী করা হয়।

যদিও তারপর বিজেপি সরিয়ে দেয় তাঁদের। আবার ২০২১ সালে বাংলা থেকে নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা ও সুভাষ সরকারকে বিজেপি প্রতিমন্ত্রী করে। রাজনৈতিক মহলের অনুমান, লোকসভা নির্বাচনে বাংলা থেকে কমেছে আসন সংখ্যা। তাই এবার কেন্দ্রে বাংলা থেকে মন্ত্রীর সংখ্যাও কমতে পারে। সূত্রের খবর, বাংলা থেকে বড়জোর দুজনকে মন্ত্রী করা হতে পারে।

IMG 20240606 182907

রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, যে দলের পাঁচ জন সাংসদও রয়েছেন, তারাও চাপ সৃষ্টি করছে বিজেপির উপর। তাই বাংলা থেকে পূর্ণ মন্ত্রী হওয়ার সম্ভাবনা বিশেষ একটা নেই। বাংলা থেকে কাকে মন্ত্রী করা হবে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। তবে কেন্দ্রের মন্ত্রিসভায় বাংলা থেকে থাকতে পারেন তমলুকের জয়ী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্ভাব্য তালিকায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে থাকছে সৌমিত্র খাঁ নামও।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর