শুভেন্দুর গড়ে বড় ধাক্কা তৃণমূলের! খেজুরিতে সংখ্যালঘু নেতা শেখ আবেদ আলির বিজেপিতে যোগ, সঙ্গে আরও ৬০ পরিবার

Published on:

Published on:

Minority TMC Leader Sheikh Abed Ali Joins BJP in Shuvendu’s Stronghold

বাংলা হান্ট ডেস্কঃ ফের ভাঙ্গন তৃণমূলে। শুভেন্দু অধিকারীর খাসতালুক খেজুরিতে ভাঙ্গন তৃণমূলের। সূত্রের খবর, তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আবেদ আলি সোমবার বিজেপিতে (BJP) যোগ দিলেন। শুধু তিনিই নন, তাঁর হাত ধরে আরও প্রায় ৬০টি পরিবারও খুব শিগগির বিজেপির পতাকা হাতে তুলবেন বলে জানিয়েছেন আবেদ আলি।

শুভেন্দুর জেলায় সংখ্যালঘুদের যোগদান শুরু

এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরির বিধায়ক শান্তনু প্রামানিক, কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি, মন্ডল সভাপতি রবীন মান্না, সাধারণ সম্পাদক সৈকত জানা এবং সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি শেখ তৈমুর আলি। বিধায়ক শান্তনু প্রামানিক নিজে বিজেপির (BJP) পতাকা তুলে দেন আবেদ আলির হাতে। শেখ আবেদ আলি বলেন, “তৃণমূলের ভণ্ডামিতে মানুষের বীতশ্রদ্ধা বেড়েছে। বিজেপির উন্নয়নের রাজনীতিতেই এখন আশার আলো। আমার সঙ্গে আরও ৬০টি পরিবার শীঘ্রই বিজেপিতে যোগ দেবে।

‘তৃণমূলের মিথ্যা সংখ্যালঘু তোষণ শেষ’, মন্তব্য বিজেপি (BJP) নেতাদের

বিধায়ক শান্তনু প্রামানিক বলেন, “তৃণমূলের অরাজকতা ও মিথ্যা সংখ্যালঘু তোষণের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আবেদ আলির মতো নেতারা এখন বিজেপিতে আসছেন। এটা কেবল শুরু, আগামী দিনে আরও অনেকে যোগ দেবেন।” সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি শেখ তৈমুর আলি বলেন, “তৃণমূল সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে এতদিন ধরে রেখেছিল। এখন সেই মানুষরাই বুঝতে পেরেছেন কে তাদের প্রকৃত বন্ধু। তাই ভয় কাটিয়ে বিজেপির পথে হাঁটছেন।”

অন্যদিকে তৃণমূল নেতৃত্বরা এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ব্যক্তিগত স্বার্থে দলবদল করেছেন আবেদ আলি। এতে দলের কোনও ক্ষতি হবে না।” তবে এই যোগদান ঘিরে খেজুরি ও আশপাশের এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

একই দিনে গাজলেও তৃণমূল থেকে বিজেপিতে যোগদান

খেজুরির পাশাপাশি, মালদহের গাজল ব্লকেও তৃণমূল থেকে বিজেপিতে (BJP) যোগদান করেছেন অনেকে। শাহজাদপুর অঞ্চলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সদস্য লক্ষণ হাঁসদা সহ একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগ দিয়েছেন। মালদা উত্তর জেলা বিজেপি সভাপতি প্রতাপ সিং তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। প্রতাপ সিং বলেন, “আজ মানুষ ঠিক করে নিয়েছেন, এবার বাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার গড়ে উঠবে। মানুষ নিজেরাই জোট বেঁধেছেন পরিবর্তনের পক্ষে।” লক্ষণ হাঁসদা বলেন, “তৃণমূল দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, সেখানে আর থাকা সম্ভব নয়। বিজেপিই এখন সংখ্যালঘুদের প্রকৃত মর্যাদা দিচ্ছে।”

তৃণমূলের গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন অবশ্য এই যোগদানকে ‘বিজেপির সাজানো নাটক’ বলে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, “যারা যোগ দিয়েছে তারা প্রকৃত তৃণমূল কর্মী নয়। বিজেপি নিজেদের লোককেই তৃণমূলের পোশাক পরিয়ে নাটক সাজিয়েছে। গাজলে তৃণমূল এখনও যথেষ্ট শক্তিশালী।”

Minority TMC Leader Sheikh Abed Ali Joins BJP in Shuvendu’s Stronghold

আরও পড়ুনঃ ভবানীপুরে ‘বিজেপি জিতবেই’, অঙ্ক কষে বুঝিয়ে দিলেন শুভেন্দু

বিজেপির (BJP) দাবি, শুভেন্দুর জেলায় সংখ্যালঘুদের যোগদান এখন এক নতুন অধ্যায়। রাজ্যজুড়ে একের পর এক যোগদানের মাধ্যমে তৃণমূলের ভিত নড়ছে বলেই মত গেরুয়া শিবিরের। আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে এখন খেজুরি থেকে গাজল, সর্বত্র রাজনীতির উত্তাপ চরমে।