শিবরাত্রিতে নীলকণ্ঠ সাজলেন মীর, ধর্মকে অপমান না করার আর্জি ক্ষুব্ধ নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: মঙ্গলবার ছিল মহাশিবরাত্রি (Shivratri)। টলিউড তারকাদের অনেকেই এদিন নির্জলা উপোস থেকে শিবলিঙ্গে জল ঢালেন। আবার অনেকে ব্রত পালন না করলেও শুভেচ্ছা জানিয়েছেন ঘটা করে। এই তালিকাতেই রয়েছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা মীর আফসার আলি (Mir Afsar Ali)। কিন্তু তিনি তো যাই পোস্ট করেন তা নিয়েই বিতর্ক হয়। এবারেও ব্যতিক্রম হয়নি।

তা এবারে কী পোস্ট করেছেন মীর? শিবরাত্রিতে সাক্ষাৎ মহাদেব রূপে ধরা দিয়েছেন তিনি। নীলকণ্ঠ সেজে ছবি পোস্ট করে হিন্দিতে মীর যা লিখেছেন তার অর্থ হল, টাকার জন্য মাঝে মাঝে বহুরূপী সাজতে হয়। সঙ্গে ভোলেবাবা, হর হর মহাদেব, শিবরাত্রির মতো হ্যাশট্যাগ ব্যবহার করেছেন তিনি।

1640090518 mir 2
মীরের শুভেচ্ছা পোস্টে বেশি প্রশংসা সূচক মন্তব্য পড়লেও বরাবরের মতোই কিছু মানুষ অসন্তোষ প্রকাশ করেছেন। একজনের প্রশ্ন, সব বিষয় নিয়ে মীরকে মত প্রকাশ করতে হবে এমন মাথার দিব্যি তো কেউ দেয়নি। আরেকজন অনুরোধ করেছেন, ধর্ম নিয়ে ঠাট্টা না করতে। শিবরাত্রি নিয়ে যদি কিছু পোস্ট করতেই হয় তবে ভাল কিছু করার দাবি জানিয়েছেন তিনি।

প্রতিটি ধর্মীয় উৎসবের আগেই নিজস্ব ভঙ্গিতে শুভেচ্ছা জানান আর সমালোচিত হন মীর আফসার আলি। নিজের ধর্ম হোক বা পরের ধর্ম, প্রতিটি উৎসবেই নিজস্ব ভঙ্গিমায় শুভেচ্ছা জানান তিনি। কিন্তু বার্তা সাধারন হোক বা অসাধারন, ট্রোল মীরের নিত‍্য্যসঙ্গী।

https://www.instagram.com/p/CajXnpOv9Pt/?utm_medium=copy_link

এর আগে দূর্গাপুজোর সময়ে ট্রোল হয়ে রীতিমতো হতাশ হয়েছিলেন মীর। আফশোস করে তিনি লিখেছিলেন, ‘এত যুগ বাদেও মানুষকে বোঝানো গেল না যে ধর্ম যার যার নিজের ব্যাপার কিন্তু *উৎসব* সবার। যাই হোক… বড় একটা শিক্ষা হল আমার। অশেষ ধন্যবাদ তাঁদের যাঁরা বার বার মনে করিয়ে দেন আমি শুধুই একজন মুসলমান, আর অন্য কোনো পরিচয় নেই মীরের। আপনারা ভালো থাকবেন। বড্ড হতাশ হলাম। আবার।’


Niranjana Nag

সম্পর্কিত খবর