গদি খোয়ালেন ইমরান, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে দিয়ে এবার আইপিএল কমেন্ট্রি করাতে চান মীর

বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রীর গদি হারালেন ইমরান খান (Imran Khan)। প্রাক্তন পাক ক্রিকেটারকে দিয়ে এবার আইপিএল এর কমেন্ট্রি করাতে চান কৌতুকশিল্পী মীর আফসার আলি (Mir Afsar Ali)। শনিবার মাঝরাতে ইমরানের ক্ষমতাচ‍্যুত হওয়ার খবর ছড়াতেই রসিকতা করার লোভ সামলাতে পারেননি মীর।

সোশ‍্যাল মিডিয়ায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেট অধিনায়কের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন মীর। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে এটি বেশ পুরনো। সম্ভবত কোনো একটি অনুষ্ঠানে সঞ্চালনা করছিলেন মীর। পাশে বসে মিটিমিটি হাসছেন ইমরান।

imran khan pakistan 5
ক‍্যাপশনে মজা করে মীর হিন্দিতে লিখেছেন, ‘এবার তো আপনি আইপিএলের কমেন্ট্রি করতেই পারেন। তাই না?’ মীরের দুষ্টুমি দেখে কমেন্ট বক্সে হেসে গড়াগড়ি খাচ্ছেন নেটনাগরিকরা। একজন লিখেছেন, ‘ইমোশনাল ইনসাল্ট’। আরেকজন লিখেছেন, এবার অন্তত নিজের শিকড়ের কাছে ফেরা উচিত ইমরান খানের।

তবে পোস্টটা যে মজা করেই করেছেন মীর তা বোঝা গিয়েছে হ‍্যাশট‍্যাগ দেখেই। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘সানডে হিউমর’। অর্থাৎ ছুটির দিনে একটু রসিকতা করার ইচ্ছা হয়েছে মীরের। তাই সোশ‍্যাল মিডিয়ায় একটু খোঁচা।

https://www.instagram.com/p/CcJyu_Iv0u3/?igshid=YmMyMTA2M2Y=

শনিবার অনাস্থা ভোটে হেরে মাঝরাতে প্রধানমন্ত্রীর বাসভবন ও ইসলামাবাদ ছাড়েন ইমরান খান। অনাস্থা ভোট নিয়ে শনিবার সারাদিন ধরে নাটক চলেছে প্রতিবেশী রাষ্ট্রে। ভোট এড়ানোর জন‍্য সব রকম ভাবে চেষ্টা করেছিলেন ইমরান খান।

মোট ৩৪৪ আসনের পাকিস্তান ন‍্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা আনার জন‍্য প্রয়োজন ছিল ১৭২ ভোটের। কিন্তু ভোট পড়ে ১৭৪ টি। জানা গিয়েছে, ফলাফল জেনেই মাঝরাতে রাজধানী ছাড়েন ইমরান খান। পাকিস্তানের আগামী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।

ad

Niranjana Nag

সম্পর্কিত খবর