‘কালী চলচ্চিত্র নির্মাণকারীদের শিরচ্ছেদ করলে ২০ লক্ষ টাকা পুরস্কার’, বিস্ফোরক মন্তব্য মির্চি বাবার

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিককালে ধর্মীয় ইসুকে কেন্দ্র করে দেশের বুকে একের পর এক বিতর্ক সৃষ্টি হয়ে চলেছে। কয়েক সপ্তাহ পূর্বেই পয়গম্বরকে নিয়ে প্রাক্তন বিজেপি(BJP) মুখপাত্র নূপুর শর্মার(Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের কারণে গোটা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। সেই পরিস্থিতি শান্ত হতে না হতেই পুনরায় মা কালী বিতর্কে উত্তাল দেশের রাজনীতি। সম্প্রতি লীনা মণিমেকলিয়ের দ্বারা নির্মিত ‘কালী'(Kali) তথ্যচিত্র সম্পর্কিত একটি পোস্টার সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়, যেখানে মা কালীকে সিগারেট খেতে দেখা গিয়েছে। এরপরেই দেশজুড়ে শুরু হয়ে যায় প্রতিবাদ।

বর্তমানে এই ঘটনায় হরিদ্বারের ধর্মগুরু মির্চি বাবার একটি মন্তব্য ক্রমশ ভাইরাল হয়ে চলেছে, যেখানে তিনি হিন্দু দেব-দেবীদের অপমানকারীদের মুণ্ডচ্ছেদ করার কথা ঘোষণা করেছেন। এমনকি মুণ্ডচ্ছেদ করার পুরস্কার হিসেবে অর্থ প্রদানের ঘোষণা করেন তিনি।

   

মা কালীর পোস্টার ঘিরে গোটা দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে। পোস্টারে মা কালীকে সিগারেট খেতে দেখার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ করে অনেকে। এর মাঝেই এবার আসরে নামলেন হরিদ্বারের শ্রী পঞ্চায়েতি নিরঞ্জনের আখড়ার প্রধান স্বামী বৈরগ্যানন্দ গিরি মহারাজ। হরিদ্বারে তিনি ‘মির্চি বাবা’ নামে পরিচিত। সম্প্রতি এই বিতর্ক প্রসঙ্গে ক্ষুব্ধ ধর্মগুরু হিন্দু দেব-দেবীদের অবমাননাকারী সকল চলচ্চিত্র নির্মাতাদের শিরচ্ছেদ করা প্রসঙ্গে মত প্রকাশ করেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মা কালীর যে ছবি ভাইরাল হয়ে চলেছে, তাতে তাঁর অপমান হয়েছে। এতে আমাদের ভাবাবেগে আঘাত লেগেছে। বর্তমানে এহেন চলচ্চিত্র নির্মাণ করা হয়ে চলেছে। কয়েকদিন পূর্বে আশ্রম নামে একটি সিরিজ তৈরি হয়, যেখানে আমাদের ধর্ম প্রসঙ্গে একাধিক অপমানজনক দৃশ্য দেখানো হয়েছিল। এই অবমাননা মেনে নেওয়া যায় না। তাই আমি আজ ঘোষণা করছি যে, যদি হিন্দু দেবদেবীদের অবমাননাকারী চলচ্চিত্র নির্মাণকারীদের শিরচ্ছেদ করে কেউ আনতে পারে, তাহলে আমি আমার আশ্রমের সব সম্পত্তি তাকে দিয়ে দেবো। তাকে আমাদের পক্ষ থেকে ২০ লক্ষ টাকা প্রদান করা হবে।”

Mirchi baba

মির্চি বাবার এই মন্তব্যের পর গোটা দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে এখানেই না থেমে তিনি বলেন, “বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে আইন প্রয়োগ করা হলেও সম্পূর্ণরূপে শান্তি বিরাজ হচ্ছে না। বারংবার একই রকম ঘটনা ঘটে চলেছে। তাই এদের বিরুদ্ধে শাস্তি দেওয়া প্রয়োজন আর যদি আইনের পক্ষ থেকে সাজা দেওয়া না হয়, তাহলে তাদের শিরচ্ছেদ করা উচিত। এক্ষেত্রে যে এই কাজ করতে পারবে, তাকে ২০ লক্ষ টাকা দেওয়া হবে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর