বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই পাকিস্তান বোর্ডের সঙ্গে প্রধান কোচ মিসবাহ-উল-হকের মনমালিন্যের কানাঘুষো খবর সামনে আসছিল। বিশেষত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর থেকেই তাকে নিয়ে শুরু হয় অন্তর্দন্দ্ব। যার জেরে কার্যত বেশিদিন যে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে মিসবাহকে দেখা যাবে না তা একরকম জানতেন সকলেই।
কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একদিকে যখন দল ঘোষণা করল পাকিস্তান ঠিক তখনই অন্যদিকে দলের প্রধান কোচ এবং বোলিং কোচ এভাবে পদত্যাগ করবেন তা হয়তো ভাবতে পারেননি কেউই। মিসবাহের সঙ্গে মতবিরোধের কথা সামনে এলেও বোলিং কোচ ওয়াকার ইউনিসকে নিয়ে সেভাবে কোন মতবিরোধ সামনে আসেনি। কিন্তু একইসঙ্গে পদত্যাগ করলেন দুই কোচই।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আধিকারিক ভাবে টুইট করে বিষয়টি জানানো হয়েছে। জানা গিয়েছে, বায়ো বাবেলের চূড়ান্ত মানসিক ক্লান্তির কারণেই নিজেদের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন এই দুই কিংবদন্তি। নিজেদের বিবৃতিতে দুজনেই জানিয়েছেন এ কথা। ২০১৯ সালে পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে মিসবাহ-উল-হক এবং বোলিং কোচ হিসেবে ওয়াকার ইউনিসকে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। তাদের চুক্তি এখনও বাকি থাকা সত্ত্বেও এবার নিজেদের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন এই দুই পাক ক্রিকেটার।
Misbah and Waqar step down from coaching roles
More details ➡️ https://t.co/pFjoYQHsKy pic.twitter.com/Ymm6Gak9Rq
— Pakistan Cricket (@TheRealPCB) September 6, 2021
জানা গিয়েছে তাদের বদলে আপাতত প্রাক্তন কিংবদন্তি পাক স্পিনার সাকলিন মুস্তাক ও অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে নিউজিল্যান্ড সিরিজের জন্য অন্তর্বতী কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে। এরপরে বাংলাদেশের সঙ্গেও খেলার কথা রয়েছে পাকিস্তানের। কোন দিকে ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। প্রত্যাশা মতই সারফরাজ খানের নাম। অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বাবর আজাম। ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফর শুরু করবেন তারা।
পাকিস্তান টি-২০ বিশ্বকাপ দলঃ বাবর আজম, শাহদাব খান, আসিফ আলি, আজম খান, হ্যারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনায়েন, মহম্মদ নাওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন আফ্রিদি ও শোয়েব মাসকুদ।