নেকড়ে গুলোর মতো লাগছে, এত রোগা কেন? বিকিনি পরে ট্রোলড মিশমি, জবাবে ধুয়ে দিলেন ‘রিনি’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: উঠতে বসতে ট্রোলড হন অভিনেতা অভিনেত্রীরা। তারকারা পর্দায় এক রকম আর বাস্তব জীবনে আরেক রকম কেন হবেন? এটা মানতে পারে না অনেকেই। এমনকি পোশাক নিয়েও কটুক্তির শিকার হতে হয় তারকাদের। ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী মিশমি দাসও (Mishmee Das)। বিকিনি পরায় রীতিমতো কুরুচিকর আক্রমণের শিকার হতে হয়েছে তাঁকে।

‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে রিনির চরিত্রে অভিনয় করছেন মিশমি। মাঝে বেশ কিছুদিন বিরতি নিয়ে গোয়ায় গিয়েছিলেন তিনি। এখন আবারো অভিনয়ে ফিরেছেন ‘রিনি’। পর্দায় সর্বক্ষণ সাদামাটা চুড়িদার পরে, দুটো বিনুনি বেঁধে রাখতে দেখা যায় তাঁকে। কিন্তু বাস্তব জীবনে মডার্ন পোশাকেই বেশি স্বচ্ছন্দ মিশমি।


সমুদ্র সৈকতে গিয়ে বিকিনি পরে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। তখন থেকেই ক্ষোভ নেটিজেনদের। নিজের মন মতো পোশাক পরতে পারবেন না মিশমি। রীতিমতো শরীরের গঠন নিয়ে কটুক্তি করা হয়েছিল তাঁকে এবং এখনো ট্রোলিং অব‍্যাহত। ‘নেকড়ের মতো লাগছে’, ‘এত রোগা কেন’ এমনি সব মন্তব‍্যে ছয়লাপ কমেন্ট বক্স। কারোর মতে আবার বিকিনি পরার জন‍্য উপযুক্ত ফিগারও থাকতে হয়।

বিকিনি পরার জন‍্য প্রথম বার ট্রোল হয়ে আবারো ছবি শেয়ার করেছিলেন মিশমি। কিন্তু কটুক্তি থামেনি। কিন্তু এখন আর এসব ট্রোল নিয়ে মাথা ঘামান না মিশমি। সংবাদ মাধ‍্যমকে অভিনেত্রী জানান, আগে এসব কটুক্তি শুনে খারাপ লাগত তাঁর। কিন্তু এখন আর এসব নিয়ে একদম পাত্তা দেন না তিনি।


মিশমি বলেন, ট্রোলারদের খেয়েদেয়ে কোনো কাজ নেই তাই তারা ট্রোল করে বেড়ান। শুধু নজর কাড়ার জন‍্যই এই ধরনের কাজ করেন তারা। মিশমির মতে, তিনি যদি প্রতিক্রিয়া দেন, পাত্তা দেন তাহলে তো তাদের উদ্দেশ‍্যটাই সফল হবে। মিশমি আরো বলেন, তিনি মোটা হবেন নাকি রোগা সেটা তাঁর ব‍্যাপার। তিনি অন‍্যের টাকায় খানও না, পরেনও না।

সম্পর্কিত খবর

X