বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে (Bay of Bengal) ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে। এই পরীক্ষা আব্দুল কালাম দ্বীপ থেকে করা হবে। যার জন্য ইতিমধ্যেই নোটিশ টু এয়ারম্যান (NOTAM) জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি ভারতের ক্ষেপণাস্ত্র ক্ষমতার বিকাশ এবং পরীক্ষার অব্যাহত প্রচেষ্টাকেই ইঙ্গিত করে।
চলতি মাসেই বঙ্গোপসাগরে (Bay of Bengal) ক্ষেপণাস্ত্র পরীক্ষা:
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ১২ টা বেজে ৩০ মিনিট থেকে ২৫ সেপ্টেম্বরে বিকেল ৩ টা বেজে ৩০ মিনিট পর্যন্ত বঙ্গোপসাগর (Bay of Bengal) এবং ভারত মহাসাগরের একটি বিশাল এলাকা নো-ফ্লাই জোন হিসেবে ঘোষিত হবে। ওই জোনের দৈর্ঘ্য প্রায় ১,৪৩০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। ওই সময়ের মধ্যে, সমুদ্রের সংশ্লিষ্ট অংশে বিমান বা জাহাজ চলাচল করবে না। অনুমান করা হচ্ছে যে, ভারত তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারে। রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বরে পরিচালিত এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাল্লা ১,৫০০ কিলোমিটারের কম হবে বলে অনুমান করা হচ্ছে।
India issues a notification for a likely missile test in the Bay of Bengal region
Date | 24-25 September 2025 pic.twitter.com/5xwy233pfk
— Damien Symon (@detresfa_) September 16, 2025
এর আগে, অগ্নি-৫ সফলভাবে পরীক্ষা করা হয়: উল্লেখ্য যে, এর আগে, ভারত ৫,০০০ কিলোমিটার পর্যন্ত পাল্লার মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ সফলভাবে পরীক্ষা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে, ওড়িশার চাঁদিপুর পরীক্ষাস্থলে পরিচালিত এই পরীক্ষায় সমস্ত কার্যকরী এবং প্রযুক্তিগত মান যাচাই করা হয়েছে। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি চিনের সুদূর উত্তরভাগ থেকে শুরু করে ইউরোপের কিছু অঞ্চল সহ প্রায় সমগ্র এশিয়ায় ক্ষমতা প্রদর্শন করতে পারে।
আরও পড়ুন: এশিয়া কাপ চলাকালীন গড়লেন ইতিহাস! ICC র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছলেন বরুণ চক্রবর্তী
আব্দুল কালাম দ্বীপ থেকে এই পরীক্ষা চালানো হয়েছিল: ভারত তার সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপকূলে অবস্থিত আব্দুল কালাম দ্বীপ থেকে সফলভাবে পরীক্ষা করে। এই ক্ষেপণাস্ত্রটি ভারত মহাসাগরে তার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করেছে। প্রতিরক্ষা মন্ত্রক তাদের বিবৃতিতে বলেছে যে, অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি ওই পরীক্ষায় সমস্ত কার্যকরী এবং প্রযুক্তিগত মান পূরণ করেছে।
আরও পড়ুন: মোদীর নেতৃত্বের “ফ্যান” হলেন ট্রাম্প! “নরেন্দ্র”-র জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে করলেন ভূয়সী প্রশংসা
উল্লেখ্য যে, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের প্রায় সাড়ে ৩ মাস পর অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। গত বছরের মার্চ মাসেও ভারত অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছিল। অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের রেঞ্জ পাকিস্তান, চিন এবং তুরস্ক পর্যন্ত রয়েছে।