ছটপুজো আসতে চললেও বেপাত্তা সাংসদ শত্রুঘ্ন সিনহা! ‘বিহারীবাবু’র নামে নিখোঁজ পোস্টার আসানসোলে

বাংলাহান্ট ডেস্ক: দূর্গাপুজো গেল, কালীপুজো গেল, ভাইফোঁটাও চলে গেল। ছটপুজো আসতে চলল। কিন্তু আসানসোলের বাসিন্দারা তাদের সাংসদ শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) টিকিটিও দেখতে পেলেন না এইসব উৎসবে। ক্ষুব্ধ জনতার বিরুদ্ধে শেষমেষ নিখোঁজ পোস্টার লাগানোর অভিযোগ উঠল।

লোকসভা উপ নির্বাচনে তৃণমূলের টিকিটে আসানসোলে সাংসদ পদের জন‍্য লড়াই করেছিলেন। জিতেও ছিলেন। তারপর থেকে বার কয়েক তাঁকে আসানসোলে দেখা গেলেও বিগত কয়েক মাসে যেন উধাওই হয়ে গিয়েছেন শত্রুঘ্ন। আসন্ন ছটপুজোর আগে স্বয়ং ‘বিহারীবাবু’র ই দেখা নেই। কার্যত ক্ষোভে ফুঁসছেন আসানসোলবাসী।

Shatrughan Sinha 1

আসানসোলে বাঙালির পাশাপাশি অবাঙালির সংখ‍্যা কম না। আর ছটপুজো তাদের কাছে খুবই বড় একটা উৎসব। অথচ যে সাংসদ সবসময় তাদের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁরই কোনো পাত্তা নেই। এরপরেই কুলটির জায়গায় জায়গায় নিখোঁজ পোস্টার পড়েছে শত্রুঘ্ন সিনহার নামে। পোস্টারের নীচে লেখা হয়েছে, বিহারী জনতা আসানসোল।

যদিও এই অভিযোগে আমল দিতে নারাজ তৃণমূল। আসানসোলের ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দাবি করেছেন, শত্রুঘ্ন সিনহা নাকি মাসে মাসে আসানসোলে আসেন। যারা পোস্টার দিচ্ছেন তারা নাকি পাগল!

পালটা বিজেপির তরফে দিলীপ ঘোষের কটাক্ষ, শত্রুঘ্ন সিনহা মন্ত্রী থাকার সময়ে বিদেশে বিদেশে ঘুরে বেড়াতেন। এখনো তাই করছেন। এই জন‍্যই বিজেপিতে টিকতে পারেননি উনি। কিন্তু তৃণমূলে অনেক নেতা কর্মীই নিখোঁজ আর উনিও সেই কালচারের লোক, খোঁচা দিয়েছেন দিলীপ।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে দূর্গাপুজোর আগে এ রাজ‍্যে এসেছিলেন শত্রুঘ্ন সিনহা‌। ইউনেস্কোর তরফে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ায় এ বছর দূর্গাপুজো নিয়ে জাঁকজমক ছিল অনেক বেশি। মানিকতলার নামী পুজো চালতাবাগানে উদ্বোধন করতে এসেছিলেন শত্রুঘ্ন সিনহা।

Niranjana Nag

সম্পর্কিত খবর