বাংলাহান্ট ডেস্ক: উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) সন্ধান চাই। এই মর্মে নিখোঁজ পোস্টার পড়েছে হুগলীর একাধিক জায়গায়। বিধায়ক কাঞ্চন নাকি নিরুদ্দেশ। তাই তাঁর সন্ধান চেয়ে পোস্টারে পোস্টারে ছয়লাপ উত্তরপাড়া, হিন্দমোটর এলাকা। কাঞ্চনের ছবি ছাপিয়ে জানতে চাওয়া হচ্ছে সন্ধান।
একের পর এক তৃণমূল বিধায়ক, সাংসদরা নিখোঁজ হয়ে যাচ্ছেন। অন্তত পোস্টারগুলির দাবি তেমনি। বসিরহাটের সাংসদ নুসরত জাহান, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার পর এবার উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। সবারই সন্ধান চেয়ে পোস্টার পড়েছে ইতিউতি। সব পোস্টারেরই বক্তব্য মোটামুটি এক। সাংসদ বিধায়কদের ছবির নীচে লেখা হচ্ছে, সন্ধান চাই। কাঞ্চনের ক্ষেত্রেও বিষয়টা একই রকম।
স্থানীয় মানুষের অভিযোগ, বিধায়ক কাঞ্চন মল্লিককে সবসময় পাওয়া যায় না। দূর্গাপুজোর সময়ে কয়েকটি বড় পুজোর উদ্বোধন করেছিলেন তিনি। কালীপুজোয় দেখা যায়নি কাঞ্চনকে। পালটা তৃণমূলের দাবি, মিথ্যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আর সেটা চালাচ্ছে বিজেপি। কাঞ্চন নাকি নির্দিষ্ট দিনে উত্তরপাড়ায় নিজের অফিসে আসেন এবং স্থানীয় মানুষদের সমস্যার কথা শোনেন। অন্যান্য এলাকাও ঘুরে দেখেন।
বিষয়টা নিয়ে মুখ খুলেছেন বিধায়ক কাঞ্চনও। সংবাদ মাধ্যমের কাছে তাঁর প্রশ্ন, তিনি এদিনও উত্তরপাড়াতেই রয়েছেন। তাঁকে খুঁজে পাওয়া না গেলে কি তাঁর ভূত ঘুরে বেড়াচ্ছে এখানে?
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন কাঞ্চন মল্লিক। রাজনীতির পাশাপাশি ফিল্মি কেরিয়ারও সামলাচ্ছেন তিনি। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে প্রায়ই হাস্যকর অবতারে দেখা মেলে কাঞ্চনের। আগামীতে একটি ছবিতেও অভিনয় করছেন তিনি। বান্ধবী শ্রীময়ী চট্টরাজকে জড়িয়ে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসেন কাঞ্চন।