রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল, গুরুদায়িত্ব পেলেন মিঠুন! বাদ রুপা গাঙ্গুলি

বাংলা হান্ট ডেস্কঃ গত বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ছেড়ে পদ্মফুল শিবিরে নাম লেখান অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)  তারপর থেকে একাধিক সময়ে বিজেপির (Bharatiya Janata Party) হয়ে একের পর এক মিছিলে যোগদান করতে দেখা যায় তাঁকে। মাঝের বেশ কয়েক মাস নিরুদ্দেশ থাকলেও সম্প্রতি পুনরায় একবার স্বমহিমায় ফিরে এসেছেন মিঠুন আর এবার দীর্ঘদিন পর অবশেষে রাজ্য বিজেপির কোর কমিটিতে স্থান পেলেন এই অভিনেতা। একইসঙ্গে এদিন বিজেপির কোর কমিটিতে জায়গা পেয়েছে একাধিক নতুন নাম।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার পূর্বে বাংলায় দলীয় সংগঠনকে মজবুত করতে মরিয়া পদ্মফুল শিবির। এক্ষেত্রে গত বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে জয়লাভের সম্ভাবনা দেখিয়েও শেষ পর্যন্ত ৭৭-এ গিয়ে থামে বিজেপির রথ। পরবর্তী বেশ কয়েকটি নির্বাচনে পরাজয় এবং গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বর্তমানে আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে দলীয় কর্মী সমর্থকদের। তবে এর মাঝেই বিজেপির কমিটির ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের।

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের পূর্বে ধুমধাম করে বিজেপিতে যোগদান করেন মিঠুন চক্রবর্তী। পরবর্তীতে বেশ কয়েক মাস রাজ্য রাজনীতিতে দেখা না গেলেও সম্প্রতি পুনরায় একবার আবির্ভাব ঘটে অভিনেতার। একইসঙ্গে বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলে তিনি দাবি করেন, “তৃণমূল কংগ্রেস নেতা-মন্ত্রীরা বিজেপিতে যোগদান করার জন্য তৎপর। আমার কাছে সকলের তালিকা রয়েছে।” আর এবার সেই মিঠুন চক্রবর্তীই স্থান পেলেন বিজেপির কোর কমিটির তালিকায়। একইসঙ্গে বাদ পড়েছেন রুপা গঙ্গোপাধ্যায়।

এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একটি তালিকা ঘোষণা করেন। উল্লেখ্য, বিজেপির কোর কমিটিতে মোট ২৪ জন জায়গা পেয়েছেন, বিগত বেশ কয়েক বছরের তুলনায় এই সংখ্যাটি যথেষ্ট চমক দিয়েছে বলেই দাবি বিজেপি নেতৃত্বের। এক্ষেত্রে উক্ত কমিটিতে প্রাক্তনদের পাশাপাশি নব্যদেরও সমান সুযোগ দেওয়া হয়েছে।

কারা কারা রয়েছেন বিজেপির কোর কমিটিতে? তালিকা অনুযায়ী, বিজেপির কোর কমিটিতে প্রথম দুটি নাম জ্বলজ্বল করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এরপর এই তালিকায় রয়েছেন দিলীপ ঘোষ। নয়া কমিটিতে রাহুল সিনহাকে যেমন স্থান দেওয়া হয়েছে, আবার অপরদিকে নতুনদের মধ্যে স্থান দেওয়া হয়েছে শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক এবং জন বার্লা। একই সঙ্গে কমিটিতে রয়েছেন স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল এবং দীপক বর্মন।

এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির ২৪ জনের কোর কমিটিতে ২০ জন সাধারণ সদস্যের পাশাপাশি চার জনকে আমন্ত্রিত সদস্য হিসেবে স্থান দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছেন সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং আশা লাকরা।

bjp

বিজেপির কোর কমিটির তালিকা
শুভেন্দু অধিকারী
সুকান্ত মজুমদার
দিলীপ ঘোষ
মিঠুন চক্রবর্তী
রাহুল সিনহা
নিশীথ প্রামাণিক
শান্তনু ঠাকুর
জন বার্লা
দেবশ্রী চৌধুরী
সুভাষ সরকার
স্বপন দাশগুপ্ত
অনির্বাণ গঙ্গোপাধ্যায়
মনোজ
অগ্নিমিত্রা পাল
দীপক বর্মন
লকেট চট্টোপাধ্যায়
জগন্নাথ চট্টোপাধ্যায়
অমিতাভ চক্রবর্তী
সতীশ ধন্ড
জ্যোতির্ময় সিং
সুনীল বনশল
মঙ্গল পাণ্ডে
অমিত মালব্য
আশা লাকরা

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর