বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে কলকাতায় রয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এক সঙ্গে দুটো কাজ নিয়ে এসেছেন তিনি। কেন্দ্র থেকে কিছু রাজনৈতিক কর্মসূচীর নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। পাশাপাশি এই ফাঁকে নিজের আসন্ন ছবির শুটিংও শুরু করে দিয়েছেন মহাগুরু।
মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ‘প্রজাপতি’ ছবির শুটিং। দীর্ঘদিন পর আবার কলকাতায় মিঠুনদা। সেটের বাইরে তাঁকে ছেঁকে ধরেছিল সংবাদ মাধ্যমের ক্যামেরা। কথায় কথায় মহা তারকার মুখে উঠে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম। মিঠুন জানান, তিনি এখনো মতো শ্রদ্ধা করেন মুখ্যমন্ত্রীকে।
মিঠুন বলেন, তিনি জানেন না মুখ্যমন্ত্রী তাঁকে ভাইয়ের মতো ভাবেন কিনা। তবে তিনি কিন্তু এখনো পর্যন্ত তাঁকে বড়দিদির মতোই দেখেন এবং সম্মান করেন। এক সময়ে তৃণমূলের হয়ে সাংসদ পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বোন’ বলেও সম্বোধন করতেন। তবে বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেছিলেন তৃণমূলে যোগ দেওয়াটা খারাপ সিদ্ধান্ত ছিল তাঁর। তবে তৃণমূলের ব্যাপারে কটু কথা তিনি বলতে চান না।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকেই মিঠুন শুরু করে দিয়েছেন ‘প্রজাপতি’ ছবির শুটিং। ছবিতে দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। বিধাননগরের আই এ ব্লকে সকাল সকাল ছবির শুটিং শুরু করে দিয়েছেন তিনি। একাধিক কারণে প্রজাপতি ছবিটি গুরুত্বপূর্ণ। এই প্রথম বড়পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন মিঠুন এবং দেব। তাও আবার বাবা ছেলের চরিত্রে।
উপরন্তু এই ছবিতেই বহু বছর পর আবারো ফিরছে মিঠুন ও মমতা শঙ্কর জুটি। এই জুটিকে প্রথমবার পর্দায় এনেছিলেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেন। ‘মৃগয়া’ ছবির পর প্রজাপতির মাধ্যমেই আবারো দুজনকে একসঙ্গে দেখতে পারবে বাংলার দর্শক।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার