ভাইরাল ছবিটি আসল নাকি নকল? মিঠুন চক্রবর্তীর শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ছেলে মিমো

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন ধরেই নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) একটি ছবি। রুগ্ন শরীরে হাসপাতালের বেডে ঘুমিয়ে তিনি। ভাইরাল ছবিটি নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা কল্পনা চলছে। কারোর মতে, ছবিটি পুরনো। আবার কারোর দাবি, সাম্প্রতিক সময়কারই ছবি এটি। শেষমেষ গুঞ্জনের অবসান ঘটিয়ে মিঠুন পুত্র মিমো (Mimoh Chakraborty) মুখ খুললেন বাবার শারীরিক পরিস্থিতি নিয়ে।

মিঠুনের বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো। সংবাদ মাধ‍্যমকে তিনি জানান, কিডনিতে পাথর হয়েছিল ‘মহাগুরু’র। পেটে ব‍্যথা, জ্বরের মতো সমস‍্যা নিয়ে সম্প্রতি বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন। তবে মিমো জানান, হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন তিনি এবং এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন।


সোশ‍্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল হাসপাতালের বেডে শোওয়া মিঠুনের ছবিটি। অনুরাগীরা চিন্তায় পড়ে গিয়েছিলেন। নানান রকম গুঞ্জনও শোনা যাচ্ছিল‌। কেউ কেউ দাবি করছিলেন, এটি একটি পুরনো ছবি। মিঠুন চক্রবর্তী সম্পূর্ণ সুস্থ রয়েছেন‌।

তারপরেই বিজেপি নেতা অনুপম হাজরা ভাইরাল ছবিটির সঙ্গে মিঠুনের আরো কয়েকটি ছবি টুইট করে অভিনেতার সুস্থতা কামনা করেন। তিনি লেখেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো মিঠুন দা। তোমার দ্রুত আরোগ‍্য কামনা করি মিঠুন দা।’

উল্লেখ‍্য, এর আগে বাংলায় আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের সময়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে বিশেষ ভিডিও বার্তায় ভোট চেয়েছিলেন মিঠুন। তখনি তিনি একাধিক অসুস্থতার কথা জানিয়েছিলেন। মিঠুন বলেছিলেন, তাঁর চোখে ছানির অপারেশন হয়েছে। উপরন্তু কিডনিতে পাথরও ধরা পড়েছে।

শেষবার ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ ছবিতে দেখা গিয়েছিল মিঠুনকে‌। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ব‍্যাপক সাড়া ফেলেছিল দর্শক মহলে। অভিনয়ের জন‍্য প্রশংসিত হয়েছিলেন মহাগুরু।

X