এক ঢিলে দুই পাখি, রাজ‍্যে বিজেপির হাত শক্ত করতে এসে দেবের সঙ্গে ছবির শুটিং শুরু করলেন মিঠুন

বাংলাহান্ট ডেস্ক: রথ দেখা কলা বেচা, দুটোই একসঙ্গে সারছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। অভিনয় রাজনীতি দুটোই মিলেমিশে এক হয়ে গিয়েছে তাঁর এবারের কলকাতা সফরের। সোমবার শহরে পা রেখেছেন মহাগুরু। এদিন সন্ধ‍্যায় রাজ‍্য বিজেপির সদর দফতরে গিয়ে দেখা করেছেন। আর পরেরদিন মঙ্গলবার সকাল থেকেই শুরু করে দিয়েছেন ‘প্রজাপতি’ ছবির শুটিং।

ছবিতে দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন মিঠুন। বিধাননগরের আই এ ব্লকে সকাল সকাল ছবির শুটিং শুরু করে দিয়েছেন তিনি। একাধিক কারণে প্রজাপতি ছবিটি গুরুত্বপূর্ণ। এই প্রথম বড়পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন মিঠুন এবং দেব। তাও আবার বাবা ছেলের চরিত্রে।

1623877268 mithun chakraborty
উপরন্তু এই ছবিতেই বহু বছর পর আবারো ফিরছে মিঠুন ও মমতা শঙ্কর জুটি। এই জুটিকে প্রথমবার পর্দায় এনেছিলেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেন। ‘মৃগয়া’ ছবির প‍র প্রজাপতির মাধ‍্যমেই আবারো দুজনকে একসঙ্গে দেখতে পারবে বাংলার দর্শক‌। তাই সব মিলিয়ে উচ্ছ্বসিত পরিচালক, প্রযোজক থেকে কলাকুশলী সবাই।

এত বছর পর আবারো বাংলা ছবিতে মিঠুন। এর আগে স্টার জলসা, জি বাংলার ডান্স রিয়েলিটি শোতে দেখা মিলেছিল ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর। বড়পর্দায় অনেকদিন পর। প্রজাপতির পরিচালক অভিজিৎ সেন সংবাদ মাধ‍্যমকে জানান, সেটে মিঠুনকে দেখে মহাতারকা বলে মনেই হয় না। এতটাই অমায়িক তিনি। নিজের চরিত্রটা বুঝে তারপর শট দিচ্ছেন। কথাবার্তাও বলছেন সবার সঙ্গে।

vcbccb
সেই বিধানসভা নির্বাচনের আগে শহরে এসেছিলেন মিঠুন। রাজনীতির মঞ্চে ঝড় তুলে ফিরেছিলেন। কিন্তু তারপরেই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা। কিডনিতে পাথর ধরা পড়েছিল তাঁর। এদিন সংবাদ মাধ‍্যমকে তিনি বলেন, একটি ছোট পাথরের জন‍্য যে এত বড় সঙ্কট উপস্থিত হবে তা তিনি ভাবতেও পারেনি।

যদিও এখন সম্পূর্ণ সুস্থ মিঠুন। তাই কলকাতায় এসেই বাঙালি খাবারে মজেছেন মহাগুরু। সোমবার তাঁর পাতে ছিল বিউলির ডাল, আলু পোস্ত, ইলিশ চিংড়ি দুটোই। নতুন উদ‍্যমে ক‍্যামেরার সামনে দাঁড়াতে হবে, আবার রাজনৈতিক কর্মসূচীতেও নামতে হবে যে।

Niranjana Nag

সম্পর্কিত খবর