বাংলাহান্ট ডেস্কঃ বিজেপির তারকা প্রচারক হলেও আসানসোল (দক্ষিণ)-এর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের (agnimitra paul) সমর্থনে সভায় উপস্থিত না থাকতে পেরে এবার নেটমাধ্যমে মন্তব্য করলেন মিঠুন চক্রবর্তী (mithun chokroborty)। তিনি জানালেন, ‘করোনার দাপট বাড়ায় অগ্নির সভায় আসতে পারিনি আমি। তবে খুব শীঘ্রই আসব’।
বাংলায় ৮ দফার নির্বাচন শেষ। তবে অন্যান্য বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করলেও, অগ্নিমিত্রা পালের সমর্থনে সভায় উপস্থিত হতে পারেনি তিনি। তবে নির্বচনের শেষে কেন হঠাৎ অগ্নিমিত্রার সভার প্রসঙ্গ তুললেন মহাগুরু, তা পরিষ্কার করে অবশ্য কিছু বলেননি। তবে কি অগ্নিমিত্রা পালের জেতার সম্ভাবনার আগাম ইঙ্গিত দিলেন তিনি?
‘সোনার বাংলা’ গড়তে বিজেপির একজন সহযোদ্ধা হয়েছেন মিঠুন চক্রবর্তী। এদিন ওপর যোদ্ধা অগ্নিমিত্রা পালের বিষয়ে তিনি বলেন, ‘মাঝে আমার খারাপ সময়ে অগ্নি নিয়মিত আমার স্ত্রী যোগিতার সঙ্গে যোগাযোগ রাখত। আমার খবর নিত। আমার খারাপ সময়ের বোন। যে মুম্বইয়ের দাদার খবর নিতে পারেন, সে নিশ্চয়ই নিজের নির্বাচিত এলাকার মানুষদের দেখভালও ভালোভাবে করতে পারবেন। আসানসোল (দক্ষিণ)-এর গর্ব অগ্নিমিত্রা। ওর মতই শিক্ষিত, ভদ্র বিধায়ক চান প্রধানমন্ত্রী’।
বিজেপির জামানা এলে বাংলায় আসন্ন পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীর আশ্বাসেই বাংলায় এত বিশাল পরিমাণে সভা করেছি। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে বাংলার চেহারা বদলে যাবে। বিদ্যুতের বিল কমবে, বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন মহিলারা, ৪ হাজার টাকা করে পাবেন কৃষকরা, রাজ্যের মেয়েরা প্রাপ্তবয়স্ক হলেই তাদের অ্যাকাউন্টে যাবে ২ লক্ষ টাকা, বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের খরচ যোগাবে বিজেপি সরকার, হাসপাতালের বিভাগ থেকে বেড সবই হবে শীততাপ নিয়ন্ত্রিত’।