বিধায়কের খুনের ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হচ্ছে, থানা ঘেরাও কর্মসূচীর পর সিবিআই তদন্তের দাবি বিজেপির

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় বিজেপি (Bharatiya Janata Party) বিধায়কের মৃত্যুকে নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সিবি আই তদন্তের দাবিতে বিভিন্ন জেলায় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। বুধবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বেশকিছু জায়গায় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান দলের কর্মী-সমর্থকরা। বিধায়ক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে ডেপুটেশন জমা দেন তাঁরা।

পুলিশ সূত্রের খবর, বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্বজিত্‍ লাহিড়ী অভিযোগ করেন, ‘পুলিশ প্রয়াত বিধায়কের খুনের ঘটনাকে আত্মহত্যা বলে সাজিয়ে চালাতে চাইছে। আমরা এটা মানব না। আমাদের দাবি প্রয়াত বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (Debendranath Roy) মৃত্যুর ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে।’

1 63

জেলার হলদিবাড়ি থানায় অবস্থান বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা। পরে হলদিবাড়ি থানার আইসি দেবাশিস বসুর হাতে একটি দাবিপত্র তুলে দেয় বিজেপির প্রতিনিধি দল। এর নেতৃত্ব দেন মহকুমার কনভেনার স্বপন সরকার, টাউন মন্ডল কমিটির সভাপতি হিতেন্দ্রনাথ রায়, সহ সভাপতি প্রদীপ সরকার, উত্তর মন্ডলের সভাপতি অরুণ রায়, দক্ষিণ মন্ডলের সভাপতি প্রভাত রায় প্রমুখ।

বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় সত্‍পথির নেতৃত্বে ঝাড়গ্রাম থানা ঘেরাও করেন বিজেপি সমর্থকরা। শুধু পৌরএলাকায়  নয়, আটটা ব্লকেও স্থানীয় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে থানা ঘেরাও এবং ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। কোথাও কোনও গন্ডগোলের  খবর পাওয়া যায়নি।

2k

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবিতে সিঙ্গুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিঙ্গুর মন্ডল বিজেপি নেতা ও কর্মীরা। দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে সিঙ্গুর থানার সামনে এসে ১ ঘন্টা অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। থানায় বিজেপি তরফ থেকে ডেপুটেশনও দেওয়া হয়।

এদিন শিলিগুড়ি থানায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বোসের নেতৃত্বে বিক্ষোভ দেখান দলের কর্মী-সমর্থকরা। বিক্ষোভ কর্মসূচির পর ডেপুটেশন জমা দেন তাঁরা। অন্যদিকে, এদিন দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানায় গিয়ে ডেপুটেশন জমা দেয় বিজেপির প্রতিনিধি দল।

সম্পর্কিত খবর