Breaking মোদীর ধ্যানকে Copy করলেন অনুপম হাজরা

উদয়ন বিশ্বাস : সাত দফা প্রচার শেষ হতেই নির্বাচন কমিশনের কাছে দুই দিনের কৈলাস ভুবনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচন কমিশন সবুজ সংকেত দিলে নরেন্দ্র মোদি প্রথমে কেদারনাথ এবং পরে বৈদ্যনাথ পরিদর্শন করেন।

কেদারনাথ ধাম গিয়ে দু’কিলোমিটার হেঁটে মন্দির পরিদর্শন করে শিবলিঙ্গ নমস্কার করে, ১২ঘণ্টা ধান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর সকালে পুজো দিয়ে বদ্দীনাথ পূজা দেন। এরপর গোটা দেশ মোদির ধ্যানের ছবি ভাইরাল করে, সেই রকম ভাবে তৃণমূলের বহিস্কৃত সাংসদ এবং বিজেপির যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অনুপম হাজরা তিনি সোশ্যাল সাইটে গেরুয়া বসন পড়ে মোদির মতন অনুপম হাজরা পোস্ট করেন।

বিজেপি কর্মী দাবি অসম্মান করা হয়েছে মোদী জিকে।এই দিনের ধ্যান কি কারনে করছে অনুপম হাজরা তার ফেসবুক ওয়ালে বলেনি।’ওম নমঃ শিবায় ‘বলে তিনি এই পোস্টটি করেন। ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়। বিজেপির পক্ষ থেকে এখনো কোন উত্তর পাওয়া যায়নি কিন্তু শোনা যাচ্ছে বিজেপির উচ্চ নেতৃত্ব বেজায় চটেছেন।

94e71সূত্রের খবর তিনি ধ্যানে বসেছেন কোন কাউকে ব্যঙ্গ করা উদ্দেশ্য নয়,মনের শক্তি আনার জন্য৷

সম্পর্কিত খবর