বাংলাহান্ট ডেস্কঃ বিয়ে বাড়ি মানেই একরাশ মজা। পরিবার, বন্ধুবান্ধব ও পরিচিতদের সবাইকে একসাথে নিয়ে হুল্লোড়। কিন্তু হয়তো এই দৃশ্য আর দেখা যাবে না দেশে। বিয়ে বাড়ির একাধিক ক্ষেত্রে কড়া নিয়ম কানুন আনতে চলেছে মোদি সরকার (modi government) ।
বিয়ে করার বয়স সহ অন্যান্য ক্ষেত্রে সরকারের নিয়মকানুন থাকলেও বিয়ে বাড়ির ভিড় বা বরযাত্রী – কন্যাযাত্রী নিয়ে কোনো নিয়ম ছিল না। কিন্তু গত কয়েকমাসে করোনা বদলে দিয়েছে গোটা বিশ্বকে। আগে যা খুবই সাধারণ ছিল এখন তাই নৈব নৈব চ। এই পরিস্থিতিতে বিবাহের অনুষ্ঠানের ক্ষেত্রে বেশ কয়েকটি কড়া নিয়ম আনতে চলেছে মোদি সরকার, এমনটাই জানা যাচ্ছে। জেনে নিন সম্ভাব্য সেই নিয়মগুলি
জানা যাচ্ছে, ঘোড়ার মত আর কোনো প্রানী চড়ে বিয়ে করার ক্ষেত্রে জারি হতে পারে নিষেধাজ্ঞা। পাশাপাশি, দশ বছরের নীচে শিশু ও ৬৫ বছরের উপরে বৃদ্ধরাও থাকতে পারবেন না বিয়ে বাড়িতে৷ নিকট আত্মীয় ছাড়া অন্য কোনো বিয়েতে থাকতে পারবেন না গর্ভবতী মহিলারাও। রাত ৯ টার পর ও ভোর ৫ টার আগে বরযাত্রী কন্যাযাত্রীদের যাতায়াত করতে হবে।
পাশাপাশি, বেঁধে দেওয়া হতে পারে পাত্র পাত্রী দুতরফেরই নিমন্ত্রিতের সংখ্যা। খুব সম্ভবত প্রতি পক্ষের ৩০ জনের বেশী অতিথি উপস্থিত থাকতে পারবেন না অনুষ্ঠানে। একই সাথে জানা যাচ্ছে, সরকারী নির্দেশ উপেক্ষা করলে, ২০০৫ সালের প্রণয়ন হওয়া আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।
সব মিলিয়ে মোদি সরকারের এই নতুন নির্দেশ যদি সত্যি কার্যকর হয় তবে বিয়ে বাড়ির মজাটাই মাটি হয়ে যেতে পারে। তবে করোনা পরিস্থিতির পর দেশ স্বাভাবিক হলে এই নিয়ম উঠে যাবে বলেই জানা যাচ্ছে।