চাকরিজীবীদের জন্য সুখবর! আয়করের ক্ষেত্রে আরও ছাড় দেওয়ার ইঙ্গিত মোদী সরকারের

বাংলা হান্ট ডেস্ক : কয়েক মাস আগেই চলতি বছরের আর্থিক বাজেট পেশ করার আগে থেকেই মধ্যবিত্ত চাকরিজীবী পেনশনভোগী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে খুশির খবর এনেছিল মোদী সরকার, পাঁচ লক্ষ টাকা অবধি আয়কর ছাড়ের ঘোষণা করেছিল মোদী সরকার৷করযোগ্য আয় পাঁচ লক্ষের নীচে নামিয়ে আনার লক্ষ্যে নতুন আয়কর ছাড়ের ঘোষণা করা হয়েছিল৷ তত্কালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল মধ্যবিত্ত ও নিম্নবিত্ত আয়করদাতাদের ওপর করের বোঝা কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন৷income tax thinkstock

তবে এ বার মধ্যবিত্তদের আয় বাড়ানোর লক্ষ্যে এক বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার, তাই তো কর কমিয়ে মধ্যবিত্তদের হাতে টাকা দিতে চাইছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ তাই এ বার কর্পোরেট সংস্থার আয়করের বোঝা কমানোর পর হাতেনাতে ফল না পাওয়া গেলে নতুন করে আয়কর ছাড়ের কথা ভাবা হচ্ছে কেন্দ্রের তরফে৷ রবিবার থাইল্যান্ডে অনুষ্ঠিত আদিত্য বিড়লা গ্রুপের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার দেশের কর পরিকাঠামোকে আরও জনদরদী করে তুলতে চায় বলে জানান৷

পাশাপাশি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশি পুঁজি বিনিয়োগ সহ কর্মসংস্থান বৃদ্ধির প্রস্তাব দেন৷ যেহেতু বর্তমানে দেশে আর্থিক বেহাল দশা তাই এই পরিস্থিতিতে ব্যক্তিগত আয়কর ব্যবস্থার সংস্কারের মধ্য দিয়ে আর্থিক দিক দিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে কেন্দ্র৷ তাই আগামী বছর ফেব্রুয়ারি মাসে সাধারণ বাজেটে ব্যক্তিগত আয়কর দাতাদের জন্য কর সীমায় বড়সড় রদবদল করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে মোদী সরকারের তরফে৷

আসলে ভারতে ব্যক্তিগত আয়কর 42.74যা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি যদিও চলতি আর্থিক বাজেট পেশ করার সময় বছরে যাঁরা দূর কোটি টাকার বেশি আয় করেন তাঁদের 35 শতাংশ করে কর নেওয়ার সুপারিশ করা হয়েছে, এমনকি বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্পোরেট সংস্থাগুলির করের হার কমিয়ে করছাড় নেওয়ার বিভিন্ন সুবিধা প্রত্যাহার করে নিয়েছেন৷ তাই এ বার ব্যক্তিগত কর ছাড়ের দিকটি বিশেষ ভাবে নজর দিচ্ছে কেন্দ্র৷


সম্পর্কিত খবর