অজয়ের জন্য ব্যক্তিগত বডিগার্ড দিল মোদি সরকার, পেতে পারেন আপনিও

বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংক্রমণের মধ্যেই প্রখ্যাত অভিনেতা অজয় দেবগণের সুরক্ষার জন্য নিয়োজিত হল বডিগার্ড। বাড়িতে অজয় যখন স্বাস্থ্য চর্চায় ব্যস্ত তখনই এসে উপস্থিত হয় এই সরকার নিযুক্ত বডিগার্ড। অজয়কে সে জানায়, তার নাম সেতু। অজয়ের ব্যাক্তিগত সুরক্ষা কর্মীদের থেকে সে আলাদা। করোনা ভাইরাস থেকে অজয়, অজয়ের পরিবার সহ ১৩০ কোটি ভারতবাসীর সুরক্ষা তার ওপর ন্যস্ত। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এটি বিজ্ঞাপন। আরোগ্য সেতুর এই অভিনব বিজ্ঞাপনেই নজর কেড়েছে ভারত সরকার।

IMG 20200423 WA0079

https://www.instagram.com/tv/B_SHCABp7Xa/?igshid=1owxvxmkif3xx

ভারতে (India) লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা। লকডাউনের অবস্থা জারী করার পরও আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এই অবস্থায় প্রবল সংকটের মুখোমুখী রয়েছে ভারত সরকার। ইতিমধ্যেই ভারত সরকার এই অ্যাপ (App) চালু করছেন, যার মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তিদের খুব সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। করোনার মহামারী এড়াতে এবং সুরক্ষার জন্য আরোগ্য সেতু অ্যাপটি কয়েক দিন আগে চালু করা হয়েছিল। মাত্র এক সপ্তাহের মধ্যে সরকার প্রকাশিত এই অ্যাপ্লিকেশনটি দুই কোটিরও বেশি মানুষ ডাউনলোড করেছেন। ১৩ দিনে ছাড়িয়েছে ৫০ মিলিয়নের সংখ্যা।

স্মার্টফোনের মাধ্যমে এটি যুক্ত করা থাকবে। স্মার্টফোনের লোকেশন অন করে ব্লুটুথ এবং ডেটা অন করলে এই অ্যাপ কাজ করা শুরু করে দেবে। কোন ব্যক্তি কোথাও কোন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই অ্যাপ মারফত জানা যাবে। আবার কোন সুস্থ ব্যক্তির ৬ ফুটের মধ্যেও যদি কোন করোনা আক্রান্ত ব্যক্তি আসেন, তাহলেও এই অ্যাপ তাঁর কাজ করা শুরু করে দেবে।

আরোগ্য সেতু ব্যবহারকারী “হাই রিস্ক জোনে” থাকেন তাহলে সেই অ্যাপ পরামর্শ দেবে এখনি করোনা আছে কি না পরীক্ষা করানোর জন্য। পাশাপাশি  করোনা ভাইরাস থেকে দূরে থাকার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করে চলতে হবে সেই সম্পর্কে তথ্য দেবে এই অ্যাপ।

তবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চালনা করা হবে। কোন ব্যক্তির তথ্যই তৃতীয় কোন ব্যক্তিকে দেওয়া হবে না। জনস্বার্থের কথা ভেবেই এই প্রক্রিয়াটি বানানো হয়েছে।


সম্পর্কিত খবর