আখ চাষীদের জন্য বিরাট পদক্ষেপ নিল মোদি সরকার, ঘুচবে কৃষকদের অভাব

বাংলাহান্ট ডেস্কঃ আখ চাষীদের জন্য এবার বড়সড় পদক্ষেপ নিল মোদি সরকার (modi government)  । আখ চাষীরা যাতে অর্থনৈতিক ভাবে সংকটে না পড়েন সেই জন্য মোদি সরকারের তরফে নূন্যতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

images 2020 07 15T182427.912

কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, প্রতি কেজি চিনির নূন্যতম সহায়ক মূল্য ২ টাকা বাড়ানো হবে। এই সিদ্ধান্তটি ২০২০ সালের ১ অক্টোবর থেকে প্রযোজ্য হবে। এই সিদ্ধান্তের সাথে চিনি কারখানা গুলিতে নগদের যোগান বৃদ্ধি পাবে এবং সহজেই মিলগুলি কৃষকদের পাওনা পরিশোধ করতে পারবে। গতবারের ফেব্রুয়ারি মাসে সরকার চিনির এমএসপি বাড়িয়েছিল,তখন চিনির দাম কেজি প্রতি ৩১ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা এবার বেড়ে ৩৩ টাকা হতে চলেছে।

পাশাপাশি, প্রধানমন্ত্রী কৃষাণ ট্রাক্টর যোজনার আওতায় ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে ট্রাক্টর কেনার ক্ষেত্রে। মাঝারি ও প্রান্তিক কৃষকদের জন্যই এই স্কিম চালু করেছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

প্রধানমন্ত্রী কৃষাণ ট্রাক্টর যোজনাটি নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন দেশের কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে৷ সরকার জানিয়েছে, তারা বিশ্বাস করে যদি দেশের কৃষকের কাছে পর্যাপ্ত উপাদান পৌঁছে দেওয়া যায় তবে তা ভারতের কৃষিকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। যা তাদের অর্থনৈতিক অবস্থার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

এই স্কিমে যে কোনো সংস্থার ট্রাক্টর কেনার জন্য লোন পাবেন কৃষক। পাশাপাশি পাবেন ভর্তুকিও। মহিলা কৃষকদের এই ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে মোদি সরকারের তরফে। কৃষকরা অফলাইন ও অনলাইনে আবেদন করতে পারবেন।


সম্পর্কিত খবর