বাংলা হান্ট ডেস্কঃ আর্থিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (CCEA) পাটের ন্যূনতম সহায়তা মূল্য (Msp Rate of Jute) বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। সুত্র অনুযায়ী, পাটের MSP ৬ থেকে ৭ শতাংশ বৃদ্ধি পেতে পারে।
কেন্দ্র সরকার ফেব্রুয়ারি ২০১৯ এ কাঁচা পাটের নুন্যতম সহায়ক মূল্য ২০১৯-২০ মরসুমের জন্য আগের মরসুমের তুলনায় প্রতি কুইন্টাল ৩ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৯৫০ টাকা করেছিল। আর্থিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছিল।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এমএসপি থেকে উৎপাদনের গড় ব্যয় পুরো ভারতের জন্য ৫৫.৮১ শতাংশ মুনাফা পাবে। কাঁচা পাটের এমএসপি কৃষকদের কাছে ন্যূনতম দাম নিশ্চিত করতে এবং পাট চাষে বিনিয়োগ করা এবং এর ফলে দেশে উত্পাদন ও উত্পাদনশীলতা বাড়বে বলে আশা করা হচ্ছে।”
রাজ্যের বিধানসভার নির্বাচনের একমাসের আগে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ জুট উৎপাদনের কেন্দ্র হিসেবে পরিচিত। দেশে প্রায় ৭০ টি জুট মিল আছে, যার মধ্যে ৬০টি পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে অবস্থিত। জুট উৎপাদনের জন্য শুধু এরাজ্যে ২ লক্ষ শ্রমিক আছে। আর গোটা ভারতে মোট চার লক্ষের মতো শ্রমিক জুট উৎপাদনের কাজে নিযুক্ত।