অমিত সরকার : “হান্ড্রেড ইয়ার জোন” হা ঠিকি শুনেছেন।এবার হাতের কাছে আর মিলবে না সুখ টান দেওয়া যৌবনের সিগারেট।কেন্দ্রের এই নয়া নিরদেশ কারযকর শুরু হতে চলেছে।
এবার থেকে সমস্ত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে ‘তামাক বর্জিত শিক্ষা প্রতিষ্ঠান’ এবং সেই এলাকা কে ‘তামাক বর্জিত এলাকা’ লিখে সাইনবোর্ড টাঙানো হবে। জুন থেকেই এই বিষয়টি নিয়ে ভাবছিলো স্বাস্থ্যমন্ত্রক। খুব অল্পবয়স থেকেই তামাকজাত দ্রব্যের ওপর আকৃষ্ট হচ্ছে ছাত্রছাত্রীরা। তাদের এই প্রবণতা থেকে দূরে সরিয়ে আনাই এই নির্দেশিকার লক্ষ্য।
প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে থেকে সরিয়ে ফেলতে হবে দোকান।তবে নিরদেশ নয়,বাস্তবে তাকে প্রতিফলিত করতে হবে কড়া ভাবে প্রশাসন কে।